X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অবশেষে দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ২৩:৪৯আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৫৫

ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিচার ব্যবস্থার ওপর ক্ষোভ ঝেড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ভুয়া ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রবিবার জেরুজালেমের আদালতে হাজির হয়ে নেতানিয়াহু বলেন, শক্তিশালী এক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এসব অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামী উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্য সুবিধা দেওয়ার অভিযোগে মামলা চলছে। ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়। গত মাসেই এই বিচার শুরুর কথা ছিলো। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ওই মামলার বিচার দেরিতে শুরুর নির্দেশনা দেন ইসরায়েলের বিচার মন্ত্রী। তারপরেও হাজিরা থেকে নেতানিয়াহুর অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত সপ্তাহে আদালত ওই আবেদন খারিজ করে দেয়।

রবিবার বিচার শুরুর দিনে সহযোগী ও কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরে পূর্ব জেরুজালেমের আদালতে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগেই আদালতের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ শুরু করে তার সমর্থক ও বিরোধীরা।

এর মধ্যে আদালত কক্ষে উপস্থিত হয়ে নেতানিয়াহু দাবি করেন তিনি সংবাদমাধ্যম, পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকদের সম্মিলিত ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, পুলিশ ও প্রসিকিউটররা মিলে তার বিরুদ্ধে মামলা সাজিয়েছে। আর তার বিরুদ্ধে যেসব প্রমাণ আনা হয়েছে তা অতিরঞ্জিত। স্বচ্ছতার জন্য আদালতের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসে টানা চতুর্থ মেয়াদে শপথ নিয়েছেন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর সর্বশেষ জোট সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই ইসরায়েলে অনুপস্থিত থেকেছে স্থিতিশীল কোনও। এক বছরের মধ্যে তিন দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনও পক্ষই সরকার গঠন করতে পারেনি। গত মাসে মাসে নেতানিয়াহু ও গান্তজ যৌথ সরকার গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয় নেতানিয়াহু ১৮ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আর তারপর প্রধানমন্ত্রী হবেন বেনি গান্তজ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান