X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, নিউ ইয়র্কে পুলিশের সঙ্গে সংঘর্ষ আন্দোলনকারীদের

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ১২:২৩আপডেট : ০৩ জুন ২০২০, ১২:২৯

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে মঙ্গলবার অষ্টম রাতের মতো রাজপথে নামে হাজার হাজার মানুষ। ৪০টি শহরে জারি করা কঠোর কারফিউ উপেক্ষা করেই রাজপথে নামে আন্দোলনকারীরা। এদিন নিউ ইয়র্কে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। এ সময় শহরের বিভিন্ন দোকানপাটে লুটতরাজের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, নিউ ইয়র্কে পুলিশের সঙ্গে সংঘর্ষ আন্দোলনকারীদের লস অ্যাঞ্জেলস, ফিলাডেলপিয়া, আটলান্টা ও সিয়াটলের মতো শহরগুলোতেও রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ওয়াশিংটনেও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াশিংটন ডিসি ছাড়াও অন্তত ২৩টি অঙ্গরাজ্যে সক্রিয় রয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে কারফিউ জারি আর বিশেষ বাহিনী নামিয়েও লোকজনকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। মৃত্যুর আগে ফ্লয়েডের বলে যাওয়া শেষ শব্দগুলোকে স্লোগান হিসেবে ব্যবহার করছে বিক্ষোভকারীরা।

আগের দিন সোমবার উত্তাল বিক্ষোভের মধ্যেই ওয়াশিংটনের স্থানীয় একটি চার্চে যান ট্রাম্প। তবে ওই চার্চে গিয়ে কোনও প্রার্থনায় অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট। তার বদলে চার্চের সামনে হাতে বাইবেল উচিয়ে ধরে ফটোসেশন করেন তিনি। অথচ তার যাওয়ার পথ করে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভে টিয়ারগ্যাস আর রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে এদিন সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার আবারও ওয়াশিংটনের লাফায়েত্তে পার্ক এলাকার সেই বিক্ষোভস্থলে জমায়েত হয় আন্দোলনকারীরা।

গত কয়েক দিনের সহিংসতা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের তুলনায় মঙ্গলবারের বিক্ষোভ ছিল অপেক্ষাকৃত শান্তিপূর্ণ। বিকালে ক্যাপিটাল ভবনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘নীরবতাই সহিংসতা’, ‘ন্যায় বিচার ছাড়া শান্তি আসে না’ প্রভৃতি স্লোগান দেয়।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যা করলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে তাকে আটক করতে গিয়েছিল পুলিশ। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ফ্লয়েড নিরস্ত্র ছিলেন।  নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন ফ্লয়েড।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ