X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

টিকটকে ভিডিও পোস্ট, মিসরে পাঁচ নারীর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ০৩:২৭আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৭:৩০

নৈতিকতা ভঙ্গের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী পাঁচ নারীর প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ভিডিও পোস্ট করার ঘটনায় সোমবার (২৭ জুলাই) হানিন হোসাম, মোয়াদা আল-আধামসহ আরও তিন নারীকে এই দণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে তিন লাখ মিসরীয় পাউন্ড করে জরিমানাও করা হয়েছে। তবে এসব দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। টিকটকে ভিডিও পোস্ট, মিসরে পাঁচ নারীর কারাদণ্ড

তিন মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশের পর গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেফতার করে পুলিশ। ওই ভিডিওতে নিজের ১৩ লাখ অনুসারীকে তিনি বলেন, তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারে মেয়েরা। আর মে মাসে গ্রেফতার হন মোয়াদা আল-আধাম। টিকটক ও ইন্সটাগ্রামে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করেন তিনি। এগুলোতে তার অনুসারীর সংখ্যা প্রায় ২০ লাখ।

আইনজীবী আহমেদ হামজা আল-বাহকিরি জানিয়েছেন, দণ্ডাদেশ পাওয়া নারীদের প্রত্যেকের বিরুদ্ধে তাদের তহবিলের উৎস সংক্রান্ত আলাদা আলাদা অভিযোগ আনা হয়। তিনি বলেন, ‘এই ঘটনা ব্যক্তিস্বাধীনতা এবং সামাজিক নৈতিকতার মধ্যকার পার্থক্য নিয়ে কঠোর রক্ষণশীল মুসলিম দেশটির গভীর সামাজিক বিভক্তির ওপর আলোকপাত করেছে।’ এর আগে মানবাধিকার আইনজীবী তারেক আল আওয়াদি এএফপিকে বলেছিলেন, ‘এই নারীদের গ্রেফতারের ঘটনা আধুনিক যোগাযোগ প্রযুক্তির দ্রুত উত্থানের সঙ্গে মিসরীয় সমাজের টানাপড়েনকেই প্রতিফলিত করছে।’

সোমবার দণ্ড ঘোষণার পর নারী অধিকার আইনজীবী ইনতিসার আল সাইদ বলেন, ‘আগে থেকে ধারনা করা গেলেও এই রায় হতাশাজনক। আপিলে কী হয়, দেখা যাক।’ এই আইনজীবী বলেন, ‘এসব নারী টিকটক কন্টেন্টে যেসব ভিন্নমত উপস্থাপন করেছেন তার জন্য তাদের কারাদণ্ড দেওয়া হয়নি... তারপরও এটি একটি বিপজ্জনক সূচক।’

বেশ কিছু দিন ধরেই মিসরে অনলাইন কন্টেন্টের কারণে নারী গায়ক ও নৃত্যশিল্পীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ কোনও কন্টেন্টকে বেশি উসকানিমূলক মনে করলেই এগুলোর নির্মাতা নারী গায়ক ও নৃত্যশিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গত মাসে মিসরের একটি আদালত বেলি ড্যান্সার সামা আল মাসরিকে তিন বছরের কারাদণ্ড দেয়। টিকটকে একটি নাচের ভিডিও আপলোড করায় তার বিরুদ্ধে ‘বেলেল্লাপনায় উসকানি’র অভিযোগ আনা হয়। এছাড়া ২০১৮ সালে এক নারী গায়কের নাচের ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেলে তাকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়। তার আগের বছর ভিডিও নিয়ে একই অভিযোগে আরেক নারী পপ গায়ককে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। পরে আপিলে ওই দণ্ড কমে এক বছর হয়ে যায়।

নারী অধিকার আইনজীবী ইনতিসার আল সাইদ বলেন, ‘বেলেল্লাপনা ছড়ানো কিংবা পারিবারিক মূল্যবোধ ভঙ্গের অভিযোগ খুবই দুর্বল... আর এর ব্যাখ্যা খুবই বিস্তৃত।’

সম্প্রতি আইনের মাধ্যমে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে মিসর। এর অধীনে জাতীয় নিরাপত্তার হুমকি মনে করলে কর্তৃপক্ষ যেকোনও ওয়েবসাইট বন্ধ করে দিতে পারে। এছাড়া পাঁচ হাজারের বেশি অনুসারী থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনও অ্যাকাউন্টের ওপরও নজরদারি করতে পারছে মিসরীয় কর্তৃপক্ষ।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন