X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২০, ০০:১৪আপডেট : ১১ আগস্ট ২০২০, ১২:২৭

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। নিজস্ব সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) রাতে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ অস্ত্রোপচারের পর ৮৪ বছর বয়স্ক পুরনো এই কংগ্রেস নেতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন তিনি। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। একই সঙ্গে তিনি গত সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে সতর্কতা হিসেবে আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশের দিন রাতেই প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এদিন অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে জমাটবাঁধা তরল অপসারণ করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।  দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল

এদিকে, প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ হতেই তার আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠাতে শুরু করেন ভারতীয় রাজনীতিবিদরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট বার্তায় লিখেছেন, ‘স্যার, নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীর প্রার্থনা করছি।’ দিল্লি কংগ্রেসের সাবেক শীর্ষ নেতা অজয় মাকেন লিখেছেন, ‘স্যার আপনার দ্রুত আরোগ্য এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গয়াল টুইটারে লিখেছেন, ‘শ্রী প্রণব মুখার্জির মঙ্গল এবং দ্রুত আরোগ্য কামনা করি। আমি আত্মবিশ্বাসী যে, তিনি এই ভাইরাস থেকে খুব দ্রুত সুস্থ হতে সফল হবেন। তার সবল এবং সুস্বাস্থ্য কামনা করছি।’ কর্নাটক কংগ্রেসের নেতা ডিকে শিবকুমারও তার আরোগ্য কামনা করেন।

প্রণব মুখোপাধ্যায়ের অফিসিয়াল ওয়েবসাইটে তার প্রোফাইলে লেখা রয়েছে, ‘উৎসুক পাঠক প্রণব মুখোপাধ্যায় ভারতীয় অর্থনীতি ও দেশ গঠন নিয়ে কয়েকটি বই লিখেছেন। তিনি বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। এরমধ্যে রয়েছে ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ, ১৯৯৭ সালে বেস্ট পার্লামেন্টারিয়ান এবং ২০১১ সালে বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর ইন ইন্ডিয়া পুরস্কার।’

এদিকে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও ভারতের আরও বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ গত কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সাবেক প্রধান অমিত শাহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়াও রয়েছেন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট