X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আলেক্সেই নাভালনি: জার্মানিতে তদন্ত দল পাঠাতে চায় রাশিয়া

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা আলেক্সেই নাভালনির গতিবিধির কালপঞ্জি পাওয়ার দাবি করেছে রুশ পুলিশ। শুক্রবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা জানতে পেরেছেন গত মাসে সাইবেরিয়াতে অসুস্থ হওয়ার আগে তিনি কী পান করেছিলেন এবং তারা একজন সাক্ষীর অবস্থান জানার চেষ্টা করছে। একই সঙ্গে তারা জার্মানিতে তদন্ত দল পাঠানোর অনুরোধ জানানোর প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আলেক্সেই নাভালনি: জার্মানিতে তদন্ত দল পাঠাতে চায় রাশিয়া

আলেক্সাই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাকে বিষপ্রয়োগের কোনও প্রমাণ তারা পায়নি।

এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবেরিয়ার পরিবহন বিভাগ জানায়, নাভালনি কোমা থেকে জেগে উঠায় জার্মান সহকর্মীদের নিয়ে একসঙ্গে তারা তদন্ত করতে চায়।

বিবৃতিতে বলা হয়েছে, অনুরোধের মধ্যে থাকবে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ক তদন্তকারীদের একটি দলের  জার্মানিতে সম্ভাব্য উপস্থিতির আবেদন। এছাড়া রুশ বিশেষজ্ঞ ও চিকিৎসককে পাঠানোরও অনুরোধ করা হবে।

বেশ প্রশ্নের উত্তর যাচাইয়ের অনুমতিও চাওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাশিয়া এখনও নাভালনিকে বিষপ্রয়োগের বিষয়ে কোনও মামলা ও তদন্ত শুরু করেনি। জার্মানির কাছ থেকে প্রমাণ পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
সর্বশেষ খবর
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন