X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুমকি

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২
image

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকি দিয়েছে ইরান। সোমবার (২১ সেপ্টেম্বর) তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ হুঁশিয়ারি দেন। ইউএস নিউজ-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাভেদ জারিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। দুই দেশের উত্তেজনা চলার মধ্যেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে সোমবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় এদিন আবারও সোলাইমানি হত্যার প্রসঙ্গ টেনে আনেন জাভেদ জারিফ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাউন্সিল অন ফরেন রিলেশন্স আয়োজিত এক ভার্চুয়াল ইভেন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আইএস-এর এক নম্বর শত্রু বলে বিবেচিত এ মানুষটিকে স্পষ্টত সন্ত্রাসী কায়দায় হত্যা করে মহা ভুল করেছে যুক্তরাষ্ট্র। আমি হুমকি-ধামকি দেওয়ার মধ্যে নাই। তবে এটা বলতে পারি, এ পাঠ এখনও চুকোয়নি।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাওয়া হলে জারিফ বলেন, ‘এ আর নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে। তারা চায় ইরানিরা তাদের কাছে নত হোক। তবে তাতে সফল হতে পারেনি তারা।’

উল্লেখ্য,  ১৯৯৮ সাল থেকে কাসেম সোলfইমানি ইরানের কুদ'স ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন। ইরান রেভোলিউশনারি গার্ডসের এই অভিজাত বাহিনীটি দেশের বাইরে গুপ্ত হামলা চালিয়ে থাকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘসময় ধরে শত্রুভাবাপন্ন হলেও ইরাকে আইএস'এর বিরুদ্ধে যুদ্ধে আদর্শগত দিক বিবেচনায় পরোক্ষভাবে একে অপরকে সহায়তা করেছিল তারা। জেনারেল সোলাইমানি দুই বৈরি ভাবাপন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ