X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের ভাষণে চীনের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতিসংঘে দেওয়া ভাষণে চীনের প্রতি কড়া বার্তা দেবেন তিনি। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প

করোনা পরিস্থিতির কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য ট্রাম্পের বক্তব্য আগেই রেকর্ড করে রাখা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তা প্রচার করা হবে। আর তা নিয়ে ট্রাম্প আভাস দিয়েছেন যে এতে থাকছে চীনের প্রতি হুঁশিয়ারি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুর দিকে ফ্লোরিডা ক্লাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। তবে এখন বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে তুমুল বাগযুদ্ধ চলছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্যও চীনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প।

জাতিসংঘে ট্রাম্প জনপ্রিয় কেউ নন। তাছাড়া তিনি এমন সময়ে বক্তৃতা দিতে যাচ্ছেন যখন জাতিসংঘের সদস্য দেশগুলোর একটা বড় অংশ ওয়াশিংটনের প্রস্তাবের বিরোধিতা করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ট্রাম্প ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘ আরোপিত সব নিষেধাজ্ঞা আবারও আরোপ করা হোক। তবে বেশিরভাগ দেশই এ পদক্ষেপকে অবৈধ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের বিরুদ্ধে পুনঃআরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করবে তা উল্লেখ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরপরই ওই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ আমার এ পদক্ষেপের মধ্য দিয়ে ইরান সরকার ও দেশটির বিরুদ্ধে দাঁড়াতে না চাওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক স্পষ্ট বার্তা।’

যুক্তরাষ্ট্র বলছে, ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা না মানায় দেশটির বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। অথচ, ২০১৮ সালে ওই চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ