X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৫ম দিনেও আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ অব্যাহত

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ২০:২২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:২৭

বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বানের পরও বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘাতের পঞ্চম দিন বৃহস্পতিবারও উভয়পক্ষের মধ্যে ভারি গোলাবর্ষণ অব্যাহত ছিল। বিচ্ছিন্নতাবাদীদের প্রাদেশিক রাজধানীতে মধ্যরাতে দুটি বিস্ফোরণের এবং সাইরেনের শব্দ শোনা গেছে। শহরটির স্থানীয়রা জানিয়েছে, ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

৫ম দিনেও আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ অব্যাহত

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দখলকৃত অঞ্চলে আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে রাতভর গোলাবর্ষণ চালিয়েছে তারা।

আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা বুধবার রাতের পরিস্থিতিকে উত্তেজনাকর হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে উভয়পক্ষের মধ্যে গোলাবিনিময় হয়েছে। এক কর্মকর্তা বলেন, শত্রুরা নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করেছিল। কিন্তু আর্মেনিয়ার সেনাবাহিনী তা নস্যাৎ করে দিয়েছে।

টানা সংঘাতে বেসামরিকসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আর্মেনিয়ার ১০৪ সেনা ও ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে। আজারবাইজানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সেনা নিহতের কথা স্বীকার করা হয়নি। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিনিধি জানিয়েছে, সংঘর্ষে নিহত এক সেনার দাফন তিনি প্রত্যক্ষ করেছেন।

খবরে বলা হয়েছে, উভয়পক্ষই একে অপরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করে আসছে। বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে সংঘাত অব্যাহত থাকায় সংঘর্ষে আঞ্চলিক শক্তি তুরস্ক ও রাশিয়ার জড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে।

আর্মেনিয়া সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া। আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েরেভানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবাখে সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার মস্কোর পক্ষ থেকে সংঘাত অবসানের জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে। তারা উভয়পক্ষের আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। আর্মেনিয়ার মতো রাশিয়াও অভিযোগ করেছে, লিবিয়া ও সিরিয়াসহ অঞ্চলটির বেআইনি যোদ্ধাদের কারাবাখে মোতায়েন করা হচ্ছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ