X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের করোনা, এশিয়া সফর সংক্ষিপ্ত করলেন পম্পেও

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ০৯:৩৮আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৯:৫৯

এশিয়ার দেশগুলোতে পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সফরসূচিতে এ পরিবর্তন আনেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।  মাইক পম্পেও প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার জাপানের উদ্দেশে যাত্রা করবেন পম্পেও। তবে এ মুহূর্তে পূর্বনির্ধারিত সফরসূচিতে থাকা মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন না তিনি।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এশিয়ার তিন দেশে যাওয়ার কথা ছিল পম্পেওর। তবে নতুন সূচিতে মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় চার অক্টোবর জাপানের উদ্দেশে যাত্রা করে ৬ অক্টোবর ওয়াশিংটনে ফিরবেন তিনি।

টোকিও সফরে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন পম্পেও।

পম্পেও জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সতর্কতার অংশ হিসেবে ব্যক্তিগত সাক্ষাৎ এড়িয়ে চলছেন তিনি। তবে এশিয়া সফর পুরোপুরি বাতিল করা হবে না।

শনিবার পম্পেও বলেন, আপনাদের জানা প্রয়োজন যে আমি শারীরিকভাবে বেশ ভালো আছি। দুই দিনে আমি দুই দফায় পরীক্ষা করিয়েছি। ভালো আছি। কাল (রবিবার) এশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ওয়াশিংটনের রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই টুইটারে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে পুরোপুরি ঠিক আছি। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাড়তি সাবধানতার অংশ হিসেবেই ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও স্বনামধন্য সামরিক হাসপাতালগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এখানেই তাদের বার্ষিক চেকআপ করিয়ে থাকেন। সেখানে ট্রাম্প অতিরিক্ত অক্সিজেন ছাড়াই ভালো আছেন। তাকে রেমডেসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী