X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিতর্কিত নির্বাচনে জয় পাচ্ছেন গিনির ক্ষমতাসীন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ২০:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

বিতর্কিত এক নির্বাচনের পর তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন গিনির প্রেসিডেন্ট আলফা কোন্দে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে তার জয়ের হওয়ার আভাস পাওয়া গেছে। ফলাফল ঘোষণার আগেই এই নির্বাচনে জয় দাবি করেছিলেন বিরোধী প্রার্থী সেলিউ ড্যানিয়েল দিয়ালো। প্রাথমিক ফলাফল প্রকাশের পর তা আদালতে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিতর্কিত নির্বাচনে জয় পাচ্ছেন গিনির ক্ষমতাসীন প্রেসিডেন্ট

গত মার্চে সংবিধান সংশোধনের পর তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ‌আলফা কোন্দে। ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের মূল প্রতিদ্বন্দ্বি ৬৮ বছর বয়সী সেলিউ ড্যানিয়েল দিয়ালো। গত রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ করা হয়।

ভোট গ্রহণ শেষ হওয়ার এক দিন পর সোমবার সাংবাদিকদের কাছে নিজের জয় দাবি করেন সেলিউ ড্যানিয়েল দিয়ালো। সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বিঘ্ন ভোট গ্রহণে বাধা তৈরি করা মারাত্মক অসঙ্গতি সত্ত্বেও... এবং ব্যালট বক্স থেকে পাওয়া তথ্যের আলোকে এই নির্বাচনের প্রথম দফায় আমিই বিজয়ী।’

বৃহস্পতিবার ৩৮টি নির্বাচনি জেলার মধ্যে ৩৭টির গণনা শেষে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট কোন্দে পেয়েছেন প্রায় ২৪ লাখ ভোট। আর বিরোধী প্রার্থী দিয়ালো পেয়েছেন ১২ লাখ ৬০ হাজার ভোট। কর্মকর্তারা বলছেন শনিবার নাগাদ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

বিরোধী প্রার্থী সেলিউ ড্যানিয়েল দিয়ালো জানিয়েছেন, তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করে আইন ভেঙেছেন প্রেসিডেন্ট আলফা কোন্দে। নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন তার কাছে নির্বাচনে জালিয়াতির প্রমাণ রয়েছে। সরকার ভোট গণনায় জালিয়াতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার দিয়ালোর জয় ঘোষণার পর কোন্দের র‍্যালি অব দ্য গিনিয়ান পিউপিল (আরডপিজি) পার্টির তরফ থেকে ওই ঘোষণাকে দায়িত্ব জ্ঞানহীন ও বিপদজন আখ্যা দেওয়া হয়।

এদিকে রবিবারের নির্বাচনের পর থেকেই গিনির বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন দিয়ালোর সমর্থকেরা। এসব সংঘাতে ইতোমধ্যে অন্তত দশ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ফলাফল ঘোষণার পর রাজধানী কোনার্কিতে নতুন সংঘাত শুরু হয়। এদিন বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ছাড়াও রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা