X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জন নিহতের স্বীকারোক্তি প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ২০:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২০:১২

পুলিশ বাহিনী সংস্থারের দাবিতে নাইজেরিয়ায় চলমান বিক্ষোভে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। শুক্রবার (২৩ অক্টোবর)  সহিংসতার জন্য গুন্ডামিকে দায়ী করে তিনি বলেন নিরাপত্তা বাহিনী চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা প্রেসিডেন্টের এই বক্তব্য আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে উত্তেজনা আরও বাড়াতে পারে। নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জন নিহতের স্বীকারোক্তি প্রেসিডেন্টের

পুলিশের বিতর্কিত ইউনিট  স্পেশাল অ্যান্ডি রোবারি স্কোয়াড বা সার্স ভেঙে দেওয়ার দাবিতে গত ৭ অক্টোবর থেকে নাইজেরিয়ায় বিক্ষোভ শুরু হয়। তরুণদের শুরু করা এই আন্দোলন ব্যাপক আকার নিলে ১১ নিলে ওই ইউনিটটি ভেঙে দেন প্রেসিডেন্ট। তারপরও নিরাপত্তা বাহিনী ও দেশ পরিচালনা ব্যবস্থায় আরও সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।

মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত মঙ্গলবার রাতে আন্দোলনকারীদের একটি বড় জমায়েত জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় তাদের ওপর গুলি চালায় সেনা সদস্যরা। এতে অন্তত ১২ বিক্ষোভকারী নিহ হয়। ওই ঘটনার পর নাইজেরিয়ার নিন্দায় সরব হয়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে জানিয়েছেন,  দাঙ্গাকারীরা ১১ পুলিশ সদস্য ও সাত সেনা সদস্যকে হত্যা করেছে। তারপরও সহিংসতা থামছে না বলে দাবি করেন তিনি। এছাড়া গত কয়েক বছরের মধ্যে নাইজেরিয়ার সবচেয়ে বড় সহিংসতায় আরও অন্তত ৩৭ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া এই আন্দোলন গুন্ডারা ছিনতাই করে নিয়েছে।

তবে প্রেসিডেন্টের বক্তব্যে হতাশ হয়েছে বেশিরভাগ নাইজেরীয় নাগরিক। বৃহস্পতিবার রাতের ভাষণে তিনি নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর কথা উল্লেখ করেননি বরং এর বদলে তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন তারা জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা অবজ্ঞা করছে।

শুক্রবার অপর এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেন, দুষ্কৃতিকারী এবং অপরাধীদের গুন্ডামি চালিয়ে যেতে দিয়ে সরকার অস্ত্র ভাজ করে রাখবে না।

/জেজে/
সম্পর্কিত
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
সর্বশেষ খবর
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল