X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাঁচা পেঁয়াজের ঝাঁজ নিয়ে কেঁদেছিলেন ওবামা!

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ১২:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১২:১৫

কাঁচা পেঁয়াজের ঝাঁজ নিয়ে কেঁদেছিলেন ওবামা! অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দেওয়ার সময় কেঁদেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সেই কান্না আলোচিত হয়েছিল সারা বিশ্বজুড়ে। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দাবি করা হয়েছে, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া ওই বক্তব্যে ওবামা কান্নার ভান করেছেন! কান্নার জন্য ওবামা কাঁচা পেঁয়াজের ঝাঁজ অথবা শেম্পু ব্যবহার করেছেন।

ওবামার বক্তব্য নিয়ে ফক্স নিউজের এক আলোচনায় আন্দ্রিয়া টানটারো দাবি করেন, ওবামার এ আবেগ ‘বিশ্বাসযোগ্য নয়’। তিনি বলেন, ‘আমাকে বক্তব্যের মঞ্চটা পরীক্ষা করে দেখতে হবে। কাঁচা পেঁয়াজ বা নো মোর টিয়ার্স (জনসনের একটি বেবি শেম্পু) আছে ছিল কিনা তা অনুসন্ধান করতে হবে।’

আন্দ্রিয়া আরও বলেন, ‘আমি মনে করি, এটা সত্যিই বিশ্বাসযোগ্য নয়।’

আলোচনার সহ-উপস্থাপক মেলিসা ফ্রান্সিস ওবামার আবেগ প্রদর্শনকে ‘খারাপ রাজনৈতিক নাটক’ হিসেবে উল্লেখ করেন।

ইন্টারেনেটে ও দোকানে অস্ত্র বিক্রিতে কড়াকড়ি আরোপের বিষয়ে সম্প্রতি দেওয়া ওবামার বক্তব্যের পর এ প্রতিক্রিয়াটি আসল।

৫ জানুয়ারি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় ওবামাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন। কান্নাজড়িত কণ্ঠে ওবামা বলেন, ‘ড. লুথার কিং-এর বক্তব্যকে উপজীব্য করে বলতে চাই এ মুহূর্তের সবথেকে বড় প্রয়োজন কী তা আমাদের অনুভব করতে হবে, কারণ মানুষ মারা যাচ্ছে। আমাদের যে স্বাধীন ও সুখী-স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের অধিকার রয়েছে তা ব্ল্যাকসবার্গ ও সান্টা বারবারা কলেজ এবং কলম্বিয়ান ও নিউটাউনের হাইস্কুল শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই সব শিক্ষার্থীদের পরিবার কখনও কল্পনাও করেনি যে কোন একটি বন্দুকের বুলেট এসে তাদের প্রিয়জনের বুক শূন্য করে দেবে।’ এ সময় ওবামার গাল বেয়ে চোখের পানি পড়তে থাকে।

এর আগেও একাধিকবার কেঁদেছিলেন ওবামা। ২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চোখের জল আটকে রাখতে ব্যর্থ হন ওবামা। কানেকটিকাট এলিমেন্টারি স্কুলের ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছিল। এরমধ্যে ১৮ জনই শিশু।  

অবশ্য ফক্স নিউজে ওবামাকে নিয়ে সমালোচনা ও ব্যঙ্গ এই প্রথম নয়। গত ডিসেম্বরেই বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল রালফ পিটার একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠানে ওবামাকে নিয়ে কটূক্তি করেন। পিটার দাবি করেন, ওবামা আইএসকে ভয় পান। ওই দিনই পরে স্টেসি দাশ ওবামাকে নিয়ে আরেকটি অশ্লীল মন্তব্য করেন। এ দুজনকে টিভি চ্যানেলটি দুই সপ্তাহের জন্য বরখাস্ত করেছিল।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ