X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো ভারতের বিমানঘাঁটিতে আইএসআই’র কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৫:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:০৭
image

এবারই প্রথম কোনও ভারতীয় বিমানঘাঁটিতে যাওয়ার অনুমতি পেল আইএসআই পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে রবিবার পাকিস্তানের একটি দল ভারতে পৌঁছেছে। তদন্ত দলে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তাও রয়েছেন। এবারই প্রথম ভারতের কোনও বিমানঘাঁটিতে আইএসআই-কে প্রবেশের অনুমতি দেওয়া হলো। একইসঙ্গে এবারই প্রথম সন্ত্রাসী হামলার তদন্তে কোনও পাকিস্তানি দল ভারতে আসলো।  
পাঠানকোট বিমানঘাঁটি তদন্তে আসা পাঁচ সদস্যের যৌথ তদন্ত দলে রয়েছেন আইএসআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ। মঙ্গলবার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ওই দলটির পাঠানকোট বিমানঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।
ভারত এবং পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ওই তদন্ত দল পাঠানকোট হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো পরীক্ষা করবে এবং সেই সাথে ক্ষতিগ্রস্তদের জবানবন্দীও রেকর্ড করবে। রবিবার এবং সোমবার তারা ভারতের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সির কাছ থেকে পাঠানকোট হামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জনসত্তা জানিয়েছে, তদন্ত দল ভারতীয় সেনা সদস্যদের উপস্থিতিতে বিমানঘাঁটির কিছু কিছু স্থানে তদন্ত চালাবে। সে সময় তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলবেন।
এর আগে চলতি মাসের ১৭ তারিখ সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এক সমাবেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে দেখা করে পাঠানকোট হামলার তদন্তের বিষয়ে আলোচনা করেন। এর পরই পাকিস্তানি তদন্ত দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়।

পাঠানকোটে ভারতীয় সেনাদের সতর্ক অবস্থান (ফাইল ফটো)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা পাঁচ পাকিস্তানি কর্মকর্তাকে ভারতে যাওয়ার ভিসা দিয়েছি। তারা পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার তদন্ত করবেন।’ তিনি আরও জানান, ওই তদন্ত দলে এক আইএসআই কর্মকর্তাও রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি দিবাগত রাতে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। ঘটনার পর থেকেই হামলার পেছনে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই দায়ী করে আসছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিল। সম্প্রতি ভারতকে নিরাপত্তা বিষয়ক বেশকিছু তথ্য দিয়েছে পাকিস্তান। এরই প্রেক্ষিতে এবার পাকিস্তানি তদন্ত দল পৌঁছালো ভারতে। সূত্র: জনসত্তা, পিটিআই, ডন। 

/এসএ/এফইউ/

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা