X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে আহত ১৭

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ২১:৩৫আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:৪০

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে শুক্রবার ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। বিস্ফোরণের ফলে ভবনটির উপরের দিকের কয়েক তলা এবং ছাদের কিছু অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

আহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপনকর্মীর কর্মীর অবস্থা গুরুতর। বাকি ১৬ জনের মধ্যে ১০ জনই অগ্নিনির্বাপনকর্মী।

পুলিশের পক্ষ থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ এবং লোকজনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণের ধাক্কায় মুনপাহনাস টাওয়ারের উপরের দিকের কিছু অংশ উড়ে গেছে। এটি এক সময় ফ্রান্সের সর্বোচ্চ ভবন ছিল।

এ বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্যারিসের সিক্সথ ডিসট্রিক্টে অবস্থিত ওই ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের ফলে ভবনটির উপরের দিকের কয়েক তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, বিস্ফোরণ ঘটার আগে ভবনটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগলে ইমার্জেন্সি সার্ভিস থেকে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়।

ভবনের একজন বাসিন্দা জানান, আগ্নিনির্বাপণ বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা ধরে ভবনের গ্রাউন্ড ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। হঠাৎ করেই চারপাশ কাঁপিয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এটা ছিল ভয়ঙ্কর।”

গত সপ্তাহে প্রতিবেশী দেশ বেলজিয়ামে আত্মঘাতী হামলার পর থেকেই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্যারিস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই হামলার পর ফ্রান্সের পুলিশ প্যারিসে একটি সম্ভাব্য হামলার পরিকল্পনা বানচাল করে দেওয়ার দাবি করে। গত বছর নভেম্বরে প্যারিসের ওই সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ১৩০ জন। সূত্র: আরটি।

/এমপি/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা