X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে আবারও উত্তেজনা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ২১:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২১:২২
image





ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে আবারও উত্তেজনা শুক্রবার হাইকোর্টের রায়ের পরও ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে শনিবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে শনিবার মহারাষ্ট্রের শনি মন্দিরে প্রবেশ করতে গিয়ে আটক হওয়া সমাজকর্মী তৃপ্তি দেশাই হুঁশিয়ার করেছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। অন্যদিকে, হাইকোর্টের রায়কে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এক সংগঠন|
উল্লেখ্য, ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে গত বুধবার এক রুল জারি করেছে বোম্বে হাইকোর্ট। রুলে মন্দিরে নারীর প্রবেশাধিকার সংরক্ষণ করে দেওয়া মহারাষ্ট্র সরকারের নিজস্ব আইন খারিজ করে দেয় আদালত। এ ছাড়াও শুক্রবারের মধ্যে মহারাষ্ট্র হিন্দু প্লেসেস অ্যান্ড পাবলিক ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৫৬ বাস্তবায়ন করে পুলিশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে এক সার্কুলার ইস্যু করারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে। শুক্রবার হাইকোর্টের তরফে বলা হয়, নারীর প্রতি বৈষম্য রুখতে প্রণীত আইন বাস্তবায়নে রাষ্ট্রকে যথাযথ দায়িত্ব নিতে হবে। ধর্মীয় উপাসনালয়ে প্রবেশাধিকার নারীর মৌলিক অধিকারের অন্তর্ভূক্ত। সরকারের সেই অধিকার রক্ষা করতে হবে।
শুক্রবার হাইকোর্টের নির্দেশনার পর শনিবার ভূমাতা রণরাগিণী ব্রিগেডের ২৫ জন নারীকে সঙ্গে নিয়ে শনি শিঙ্গনাপুর মন্দিরে পুজোদিতে যান সমাজকর্মী তৃপ্তি দেশাই| তবে মন্দিরে ঢোকার মুখে স্থানীয় নারীরাই তাদের বাধা দেয়| এনিয়ে শুরু হয় দুপক্ষের ধাক্কাধাক্কি| পরিস্থিতি চরমে উঠলে তৃপ্তিকে আটক করে পুলিশ| শনিবার সকালে সঙ্গীদের নিয়ে মন্দিরে পৌঁছে তৃপ্তি জানান, ‘আদালতের মান্যতা পেয়েই এখানে এসেছি| তাই ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না| দরকার পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করব|’ একপর্যায়ে তৃপ্তিকে আটক করে পুলিশ|
এর আগে বিদ্যা বল(৭০) ও নিলীমা ভারটেক(৬৪) নামের দুই নারী মহারাষ্ট্রের হিন্দু মন্দিরে নারীর জন্য বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্ন করে এক পিটিশন দায়ের করেন। এই পিটিশনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারকরা বলেন, যেখানেই নারীদের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেখানেই নারীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন, পুলিশকে সেই সব অভিযোগ গ্রহণ করতে হবে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/বিএ/

সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন