X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ফরাসি আশ্রয়কেন্দ্র থেকে শতাধিক সঙ্গীহীন শিশু নিখোঁজ

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৬
image


গত মাসে কালাইস জঙ্গল নামে ফ্রান্সের শরণার্থী আশ্রয়কেন্দ্রের দক্ষিণ ভাগ গুঁড়িয়ে দেওয়ার পর থেকে সেখানকার ১শরও বেশি সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর) নিখোঁজ হয়ে পড়েছে। যুক্তরাজ্যভিত্তিক শরণার্থীবিষয়ক সংস্থা হেলপ রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে এমন তথ্য উঠে এসেছে।

কালাইস জঙ্গলে উচ্ছেদ অভিযানের পর এক শিশুর ফেলে যাওয়া পুতুল

উল্লেখ্য, যে শিশুদের আনুষ্ঠানিক কোনও অভিভাবক থাকে না, তাদেরকেই সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর)  বলা হয়। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির মতে, যে শিশু বাবা এবং মা দু’জনের কাছে থেকেই বিচ্ছিন্ন, এমনকী আত্নীয়-স্বজনদের থেকেও বিচ্ছিন্ন এবং যে শিশুকে আইনগতভাবে দেখাশোনা করার মতো কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি থাকেন না, তাকে সঙ্গীহীন শিশু বলা হয়।

রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে দেখা যায়, মার্চে কালাইসের আশ্রয়কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে এখনও ক্যাম্পে ৪,৯৪৬ জন শরণার্থী অবস্থান করছেন। এদের মধ্যে ৫১৪ জন শিশু। ওই শিশুদের মধ্যে ২৯৪ জন সঙ্গীহীন।

প্রায় ৫ হাজার শরণার্থীর মধ্যে ১৪শ মানুষ ফরাসি সরকার স্থাপিত শিপিং কন্টেইনারে বসবাস করছেন। তবে ওই উচ্ছেদ অভিযানের পর ১২৯ জন শিশু ক্যাম্প থেকে হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে হেলপ রিফিউজিস ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টে বলা হয়, ‘এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। শরণার্থী ক্যাম্পে থাকা বাকি ২৯৪ জন সঙ্গীহীন শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ফরাসি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’ 

কালাইস জঙ্গল ক্যাম্প

ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলার সময় সঙ্গীহীন শিশুদের জন্য কোনও ধরনের বিকল্প আবাসনের ব্যবস্থা রাখা হয়নি। কালাইস ও দুনকির্কে আশ্রয় নেওয়া শিশুদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের ব্যবস্থা নেই বলেও অভিযোগ করা হয় ওই পোস্টে। 

ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের তথ্যমতে, গত ২ বছরে ইউরোপে ২ হাজারেরও বেশি সঙ্গীহীন শিশু শরণার্থী নিখোঁজ হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন