X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রাসেলস হামলাকারীদের একজন ইইউ পার্লামেন্টে কাজ করতেন

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ০৯:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:০৯
image

ব্রাসেলস হামলায় অংশ নেওয়া এক সন্দেহভাজন একসময় ইউরোপিয়ান পার্লামেন্টে কাজ করতেন। ২০০৯ এবং ২০১০ সালে পরিচয় গোপন করে তিনি সেখানে কাজ করেছেন বলে ইইউ পার্লামেন্ট জানিয়েছে।

ওই সন্দেহভাজন ব্যক্তির নাম নাজিম লাকরাওই। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলায় জড়িত ছিলেন। তিনি গত বছর নভেম্বরে প্যারিস হামলারও একজন সন্দেহভাজন।

নাজিম লাকরাওই

বুধবার ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম লাকরাওই ২০০৯ ও ২০১০ সালে গ্রীষ্মের ছুটিতে মাসব্যাপী পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন। তবে ওই সময়ে তার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না বলেও প্রমাণাদি জমা দিয়েছে সংশ্লিষ্ট ক্লিনিং ফার্ম।

এদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল তার দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তৎপর বলে উল্লেখ করেছেন। তিনি বেলজিয়ামকে ‘ব্যর্থ রাষ্ট্র নয়’ বলেও দাবি করেন। তিনি ওই হামলা ও ব্যর্থতায় বেলজিয়াম কর্তৃপক্ষের সবারই সমান দায় রয়েছে বলেও মন্তব্য করেন।

চার্লস মিশেল

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। এ হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলেও হুমকি দেয়। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!