X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

অবশেষে নারীদের জন্য সেই মন্দিরের দরজা উন্মুক্ত

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ২১:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:৫৫

ভারতের মহারাষ্ট্রের আলোচিত শনি শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্দিরটির কর্তৃপক্ষ। মুম্বাই হাই কোর্টের আদেশ এবং নারী আন্দোলন কর্মীদের লাগাতার বিক্ষোভের মুখে ৪০০ বছরের প্রচলিত প্রথা ভাঙার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয়, এখন থেকে নারীদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হবে না বা উৎসাহও দেওয়া হবে না। এর অর্থ কার্যত মন্দিরটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

গত বছর থেকে নারীদের প্রবেশ নিয়ে মহারাষ্ট্রের আহমেদনগর এলাকার শনি শিঙ্গনাপুর মন্দির আলোচনায় আসে। সেবার এক নারী কৌশলে মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে এক পুরোহিত মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করে। নারীর প্রতি বৈষম্যমূলক এই প্রথার প্রতিবাদ জানিয়ে ‘ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড’ জানুয়ারিতে ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় কয়েকশ নারী খালি পায়ে মন্দিরের দিকে রওয়ানা হলে অনেক দূরেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনটি আদালতের আশ্রয় নেয়।

শনি শিঙ্গনাপুর মন্দির

১ এপ্রিল ওই মামলার রায়ে মুম্বাই হাই কোর্ট বলেছে, মন্দিরে প্রবেশ করা নারীদের মৌলিক অধিকার এবং সরকারকে (নারীদের) এই অধিকার রক্ষা করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও মুম্বাই হাই কোর্টের এ আদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। নারীদের মন্দিরে প্রবেশে বাধা দিলে ছয় মাসের কারাদণ্ডের বিষয়েও সতর্ক করা হয়।

রায়ের পরদিন ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেডের প্রেসিডেন্ট ত্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে একদল নারী মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের বাধা দেয়। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ আন্দোলনকারী নারীদের জোর করে মন্দির এলাকা থেকে সরিয়ে নেয়। ওই সময় নারী আন্দোলনকারীরা মন্দিরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয়। মন্দির কর্তৃপক্ষও হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে জানায়। ভারতের আরও কয়েকটি মন্দিরে নারীদের প্রবেশ করতে না দেওয়ার প্রথা প্রচলিত আছে।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
অপারেশন সিঁদুর: ভারতের অর্জন কী?
সর্বশেষ খবর
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র