X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঝুঁকিতে বিশ্বের প্রায় ২৭০ কোটি মানুষ

জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১১:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:৩০
image

জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!
জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সিয়াটলের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রায় ২৭০ কোটি মানুষ প্রাণঘাতী জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। 
ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, জিকা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। এছাড়া ইন্দো-চীন অঞ্চল, দক্ষিণ-পূর্ব চীন ও ইন্দোনেশিয়ায়ও এ ভাইরাস ছড়ানোর মতো অনুকূল পরিবেশ রয়েছে। এমনকি ওশেনিয়া পর্যন্ত বিস্তৃত হতে পারে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ।


আরও পড়ুন: মেক্সিকোর তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
সিয়াটল ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের ডেভিড পিগট বলেছেন, ‘আমরা গবেষণায় দেখেছি, ২৭০ কোটিরও বেশি মানুষ এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে পারে।’
গবেষণায় আরো বলা হয়, ভারতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু দেশটির এক বিশাল অঞ্চল এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যার পরিমাণ প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার।

জিকা ভাইরাসের ঝুঁকিতে থাকা অঞ্চল
গবেষকরা বলছেন, দক্ষিণ আমেরিকা এ মুহূর্তে জিকা আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাসে আসছে গরমের মৌসুমে তাপমাত্রা বাড়ার সময়ও জিকা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের ২ বিলিয়ন ডলার পাচ্ছে মার্কিন সেনাদের পরিবার

গবেষণাটি আরো বলেছে, সাব-সাহারান আফ্রিকায় বিশেষ করে কঙ্গো এবং এর আশেপাশের অঞ্চলও ঝুঁকির মধ্যে রয়েছে। গবেষকরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, এশিয়া ও আফ্রিকার বিশাল অঞ্চলে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

জিকা ভাইরাসের ঝুঁকিতে থাকা অঞ্চল

এডিস এজিপটি মশার মাধ্যমে ছড়ায় জিকার ভাইরাসের জীবাণু, যা এ বছর বিশ্বস্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি হুমকির বিষয় ছিল। এ ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন গর্ভবতী নারীরা। এর সংক্রমণে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন: সিরিয়ায় চলমান সংঘর্ষে আলেপ্পোর ৪০ হাজার মানুষ ঘরছাড়া

২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ৬৪টি দেশে জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে ভাইরাসটি প্রথম তার ধ্বংসাত্মক আকার প্রকাশ করে ২০১৫ সালে। ৪২টি দেশ ২০১৫ সালে প্রথমবারের মতো এ ভাইরাসে আক্রান্ত হয়। এসব দেশে এর আগে ভাইরাসটির কোনও ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই এর সংক্রমণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সূত্র: লাইভ মিন্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা