X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দূষিত পরিবেশের কারণে বছরে ১৭ লাখ শিশুর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:০৬

নেপালে দূষিত পরিবেশে শিশুরা বিশ্বে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী ১৭ লাখ শিশুর মৃত্যু হয় অস্বাস্থ্যকর বা দূষিত পরিবেশের কারণে। যা এই বয়সের শিশু মৃত্যুর ২৫ শতাংশ। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দূষিত পরিবেশের মধ্যে রয়েছে নোংরা পানি ও বায়ু, ধোঁয়া ও স্বাস্থ্যকর পরিবেশের অনুপস্থিতি বা ঘাটতি। এর ফলে শিশুরা ডায়রিয়া, ম্যালেরিয়া ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে বলেন, দূষিত পরিবেশ মরণঘাতী, বিশেষ করে কম বয়সী শিশুদের জন্য। শিশুদের ক্রমবর্ধমান অঙ্গ ও প্রতিরোধ ব্যবস্থা, ছোট শরীর ও শ্বাসযন্ত্রের কারণে দূষিত বায়ু ও পানি তাদের হুমকির মুখে ফেলে দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অল্প বয়সে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে সারাজীবন তাদের অ্যাজমার মতো শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকিতে থাকে। দূষিত বায়ু তাদের হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাড়িতে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকা, কয়লা ও গোবরের মতো জ্বালানি ব্যবহার করে রান্নার কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া খাবার, পানি, বায়ু ও বিভিন্ন দ্রব্যের মধ্য দিয়ে শিশুরা ক্ষতিকর রাসায়নিক গ্রহণ করছে।

সংস্থাটির জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া নেইরা জানান, মৃত্যুর হারটি অনেক বেশি। শিশুদের জন্য সবস্থানকে নিরাপদ করে তোলার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা