X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ভবনে বিস্ফোরণ

আইএসের দায় স্বীকারের দাবি নাকচ করল রাশিয়া

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ২২:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:২৬
image

রাশিয়ায় একটি ভবনের একাংশ বিস্ফোরণে উড়ে যাওয়ার পর ‘ইসলামিক স্টেটের’ (আইএস) দায় স্বীকার করে দেওয়া বিবৃতিকে দিয়েছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটির ভাষ্য, আইএস নিজেদের জাহির করার জন্য এমন দাবি করে থাকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভবনে বিস্ফোরণ ঘটার কারণ হিসেবে রাশিয়া গ্যাস লাইনে লিক হওয়ার কথা উল্লেখ করেছে। আইএসের দায় স্বীকারের দাবি নাকচ করল রাশিয়া

২০১৮ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ার ম্যাগনিটোগর্স্ক শহরে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট ভবনের বড় অংশ বিধ্বস্ত হয়। এতে নিহত হন ৩৯ জন। ঘটনাস্থল পরিদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়া প্রাথমিকভাবে ধারণা করছে, বিস্ফোরণের কারণ গ্যাস লাইনের লিক হওয়াকে। নিরাপত্তা নির্দেশনার ঘাটতি এবং পুরানো হয়ে যাওয়া অবকাঠামোর জন্য দেশটিতে এমন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

‘ইসলামিক স্টেট’ তাদের আল নাদা সংবাদমাধ্যমে দাবি করে, সংগঠনটির সদস্যরা ১০ তলা ভবনটিতে বিস্ফোরক স্থাপন করেছিল। আর সে কারণেই ভবনের একাংশ বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণের কারণে ‘ক্রুসেডারদের’ নববর্ষের উৎসব সৎকার আয়োজনে পরিণত হয়েছে।এই বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের দেওয়া বিবৃতিকে সামনে নিয়ে আসে রাশিয়ার কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম। তারা তিন জন আত্মঘাতী আইএস জঙ্গির নাম উল্লেখ করে দাবি করে, জঙ্গি হামলার কারণের বিস্ফোরণ ঘটেছে।

অসমর্থিত প্রতিবেদনগুলোর ভাষ্য, ৩১ ডিসেম্বর ঘটনাস্থলের কাছেই পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়। তারা একটি কাভার্ড ভ্যানে করে পালানোর চেষ্টা করছিল। পুলিশের গুলিতে তাদের গাড়িতে রাখা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত, যা ভস্মীভূত করে দেয় গাড়িটিকে। কিন্তু রাশিয়ার তদন্তকারীরা মন্তব্য করেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দেওয়া বিবৃতি বিশ্বাস করার মতো নয়। ঘটনাস্থলে কোনও বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি। তদন্তকারীদের মুখপাত্র ভেটলানা পেত্রেঙ্কো মন্তব্য করেছেন, ‘সংবাদ মাধ্যমগুলোর উচিত নয় এসব ইসলামিক স্টেট জঙ্গিদের দাবিকে বিশ্বাস করা। কারণ তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত বড় বড় সব ঘটনার বিষয়ে নিজেদের কৃতিত্ব দাবি করে, যেসব দাবি অসত্য।’

/এএমএ/
সম্পর্কিত
খারকিভে রুশ হামলায় নিহত ১০
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ