X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আলেক্সেই নাভালনি: জার্মানিতে তদন্ত দল পাঠাতে চায় রাশিয়া

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা আলেক্সেই নাভালনির গতিবিধির কালপঞ্জি পাওয়ার দাবি করেছে রুশ পুলিশ। শুক্রবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা জানতে পেরেছেন গত মাসে সাইবেরিয়াতে অসুস্থ হওয়ার আগে তিনি কী পান করেছিলেন এবং তারা একজন সাক্ষীর অবস্থান জানার চেষ্টা করছে। একই সঙ্গে তারা জার্মানিতে তদন্ত দল পাঠানোর অনুরোধ জানানোর প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আলেক্সেই নাভালনি: জার্মানিতে তদন্ত দল পাঠাতে চায় রাশিয়া

আলেক্সাই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাকে বিষপ্রয়োগের কোনও প্রমাণ তারা পায়নি।

এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবেরিয়ার পরিবহন বিভাগ জানায়, নাভালনি কোমা থেকে জেগে উঠায় জার্মান সহকর্মীদের নিয়ে একসঙ্গে তারা তদন্ত করতে চায়।

বিবৃতিতে বলা হয়েছে, অনুরোধের মধ্যে থাকবে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ক তদন্তকারীদের একটি দলের  জার্মানিতে সম্ভাব্য উপস্থিতির আবেদন। এছাড়া রুশ বিশেষজ্ঞ ও চিকিৎসককে পাঠানোরও অনুরোধ করা হবে।

বেশ প্রশ্নের উত্তর যাচাইয়ের অনুমতিও চাওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাশিয়া এখনও নাভালনিকে বিষপ্রয়োগের বিষয়ে কোনও মামলা ও তদন্ত শুরু করেনি। জার্মানির কাছ থেকে প্রমাণ পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। 

/এএ/
সম্পর্কিত
খারকিভে রুশ হামলায় নিহত ১০
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ