X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
স্কটিশ গণভোট ইস্যু

রাজনীতি কোনও খেলা নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ২১:২৮আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২১:২৯

থেরেসা মে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিওন স্কটিশদের স্বাধীনতার জন্য দ্বিতীয়বারের মতো গণভোট আয়োজনের দাবি জানানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, রাজনীতি কোনও খেলা নয়। স্টার্জিওনের স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার গোপন লক্ষ্য রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে।

সোমবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে স্টার্জিওন জানান, যুক্তরাজ্যের কাছ থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য দ্বিতীয়বারের মতো গণভোট আয়োজনে স্কটিশ সংসদের অনুমতি চাইবেন। এরপরই এ মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

থেরেসা মে বলেন, এসএনপি আজ নিজেদের গোপন লক্ষ্যের কথা বললো তা খুবই দুঃখজনক। দেশের ভবিষ্যত নিয়ে রাজনীতি করার চেয়ে স্কটিশ সরকারের উচিত স্কটল্যান্ডের মানুষকে ভালো সরকার ও জনসেবায় মনোযোগ কেন্দ্রীভূত করা। রাজনীতি কোনও খেলা নয়।

ফার্স্ট মিনিস্টার চান ২০১৮ সালের শেষ ও ২০১৯ সালের প্রথমার্ধে এ গণভোট অনুষ্ঠিত হোক। যদি স্কটল্যান্ডের সংসদ অনুমতি দেয় তাহলে স্কটিশদের স্বাধীনতার জন্য এটা হবে দ্বিতীয় গণভোট। এর আগে ২০১৪ সালে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে মানুষ স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

স্টার্জিওন বলেন, ‘আমি সত্যিকার অর্থে ও নিষ্ঠার সঙ্গে যুক্তরাজ্য সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছি। আমরা এমন কোনও সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করিনি যারা আমাদের সঙ্গে আলোচনা করতে চান। তারা কথায় সমঝোতা থেকে অনেক দূরে চলে যাওয়াতে বিষয়টি কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠছে।’

আর্টিকেল ৫০ অনুসরণের দিকে এগিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যার ফলে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ইউরোপীয়ান ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল) বিলে চূড়ান্ত ভোট হওয়ার পর এ প্রক্রিয়া অনুসরণ শুরু করবেন থেরেসা মে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস