X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাশিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ২০:০৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২০:০৭

বরিস জনসন সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়া সফরের পরিকল্পনা বাতিল করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পরিকল্পনা অনুসারে, সোমবার মস্কো সফরে যাওয়ার কথা ছিল জনসনের। শনিবার জনসন সফর বাতিল করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

সফর বাতিলের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জনসন বলেন, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটেছে। এ অবস্থায়  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে একটি অস্ত্রবিরতির জন্য আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

জনসন জানান, যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়া ইস্যুতে রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়াকে সম্ভাব্য সব সহযোগিতা করার কথা জানানো হয়েছে।

বিবৃতিতে সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন জনসন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর বাতিল করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পরিকল্পনা বহাল রয়েছে।  জি-সেভেন বৈঠকে যোগ দিতে টিলারসন ১০-১১ এপ্রিল রাশিয়া সফরে যাবেন।

বিবৃতিতে জনসন জানান, পরিস্থিতি নিয়ে তিনি টিলারসনের সঙ্গে কথা বলেছেন। টিলারসনই তাদের সমন্বিত অবস্থান সম্পর্কে রাশিয়াকে স্পষ্ট বার্তা দেবেন।

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে- এমন অভিযোগে শুক্রবার একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায়   অ্যাডমিরাল গ্রিগোরোভিচ নামের কৃষ্ণ সাগরের বহরের রুশ রণতরী শনিবার ভূমধ্যসাগরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিরিয়ার বন্দর নগরী তারতুসে এ থাকবে এই রণতরী। সংবাদ সংস্থা তাস-এর খবর থেকে এসব জানা যায়।

সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র সিরীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে মস্কো। রুশ প্রতিক্রিয়ার জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, মস্কোর অবস্থানে ‘যুক্তরাষ্ট্র হতাশ, তবে বিস্মিত নয়’। হামলার পর যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে যুক্তরাজ্য। সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি