X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ক্যানসারের ওষুধ ধ্বংস করে দাম বাড়ানোর ষড়যন্ত্র

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৭, ২১:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২২:০৫

ক্যানসারের ওষুধ ধ্বংস করে দাম বাড়ানোর ষড়যন্ত্র বিশ্বের নেতৃস্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যানসারের ওষুধ ধ্বংস করে দাম বৃদ্ধির ষড়যন্ত্র করেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অনুসন্ধানে উঠে এসেছে, একটি ওষুধ নির্মাতা কোম্পানি ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধির ফলে তা উদযাপনের আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০১৪ সালে স্পেনের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে আসপেন ফার্মাকেয়ার নামক প্রতিষ্ঠান ক্যানসারের ওষুধ ধ্বংস করার পরিকল্পনা করেছিল। ব্রিটিশ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)-এর কাছ পাঁচ ধরনের ক্যানসারের ওষুধ কেনার পর তা ৪০ গুণ বেশি দামে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করতে চেয়েছিল।

টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে লিউকেমিয়া রোগের চিকিৎসার কেমোথেরাপির জন্য ব্যবহৃত  বুসুলফ্যান ওষুধের দাম ৫.২০ থেকে ৬৫.২২ পাউন্ডে বৃদ্ধি পায়। বাকি ৪টি ওষুধের মধ্যে লিউকেমিয়া রোগীদের জন্য ব্যবহৃত লিউকেরান ও মেলফ্যালান, ওভারিয়ান ও চামড়াজাত ক্যানসারের ওষুধের দামও বৃদ্ধি পায় ৪গুণ।

ইউরোপিয়ান ক্যানসার কংগ্রেসের প্রাক্কলন অনুসারে, আসপেন কোম্পানির কাছ থেকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)-র ক্যানসারের ওষুধের দাম বেড়েছে বছরে প্রায় ৩৮০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

আসপেন কোম্পানিও ফাঁস হওয়া একটি গোপন ইমেইলে ক্যানসার ওষুধের মূল্যবৃদ্ধির কারণে তা উদপানের আহ্বান জানানো হয়েছে। স্পেন কর্তৃপক্ষের সঙ্গে দরকষাকষির সময় বৃহৎ এ ফার্মাসিউক্যাল কোম্পানি হুমকি দিয়েছিল, যদি স্বাস্থ্যমন্ত্রী ৪০০০ শতাংশ মূল্যবৃদ্ধিতে সম্মত না হন তাহলে তারা ক্যানসারের ওষুধ বিক্রি বন্ধ করে দেবে। স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল ডিজিটাল এ খবর আগেই দিয়েছিল। সম্প্রতি আরেকটি ফাঁস হওয়া ইমেইলে জানা গেছে, মূল্য নিয়ে দরকষাকষির জের ধরে কোম্পানিটির একজন কর্মী ক্যানসারের ওষুধ  ধ্বংস করার বিষয়ে কথা বলেছেন।

আসপেন ফার্মাকেয়ার দক্ষিণ আফ্রিকার একটি কোম্পানি। এর ইউরোপীয় সদর দফতর ডাবলিনে অবস্থিত। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি জিএসকে-র কাছ থেকে ক্যানসারের ৫ ধরনের ওষুধ কিনেছিল ২৭৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিয়ে। একই ওষুধ ও নাম থাকার পরও আইনের একটি দুর্বলতা ব্যবহার করে কোম্পানিটি দাম বাড়াতে পেরেছিল। আইনটির এ ফাঁক রাখা হয়েছিল মূলত মেধাস্বত্ত্বের মেয়াদ শেষ হয়ে গেলে ওষুধের দাম কমানোর জন্য। আইনে আছে, যদি কোম্পানিটির কোনও প্রতিদ্বন্দ্বী বাজারে না থাকে তাহলে তারা মূল্যবৃদ্ধি করতে পারবে ইচ্ছামতো।

ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তারা ক্যানসারের জেনেরিক ওষুধের দাম কমিয়ে আনার পরিকল্পনা করছেন। গত ৫ বছরে ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে গবেষকরা সতর্ক করার পর এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউনিভার্সিটি অব লিভারপুলের ফার্মাকোলজি বিষয়ের এক জ্যেষ্ঠ গবেষক জানান, কোম্পানিগুলো ক্যানসার নিরাময়ের ওষুধের দাম বৃদ্ধি করাটা উদ্বেগজনক। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?