X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১২, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৭, ০৪:৩৬আপডেট : ১৫ জুন ২০১৭, ০৯:৪৭

অগ্নিকাণ্ডের ধ্বংস্তূপে পরিণত হয়েছে ভবনটি। ছবি- রয়টার্স লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই আহত ও নিখোঁজ রয়েছেন। ফলে আশঙ্কা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। লন্ডনের স্থানীয় সময় রাত ১টার দিকে দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। এ সময় পর্যন্ত ভবনটি থেকে ৬৫জন মানুষকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে ল্যানচেস্টারে লাটিমার রোডের 'গ্রেনফেল টাওয়ার' নামের ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে। ভবনটি ২৪ তলা। ভবনটির ১২০টি ফ্ল্যাটে প্রায় ৬০০ মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার সময় ভবনটি অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন।

অ্যাম্বুলেন্স সেবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লন্ডনের ছয়টি হাসপাতালে আহত ৬৮জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও আহত ১০ জন নিজে নিজেই হাসপাতালে পৌঁছেছেন। তবে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি এ পর্যন্ত আমাদের তথ্য অনুসারে ১২জন নিহত হয়েছেন। আমি আশঙ্কা করছি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার স্টিভ অ্যাপ্টার জানান, ভবনটির কিছু অংশে পৌঁছানো কঠিন হওয়ায় এখনও আগুন জ্বলছে। তবে প্রায় পুরো ভবনটিতে তল্লাশি চালানো হয়েছে।

ভবনটির পরিদর্শন শেষ হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অগ্নিকাণ্ডের যথাযথ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন লন্ডনের মেয়র সাদিক খান। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ