X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অগ্নি নিরাপত্তায় বরাদ্দ বাড়াতে টিউলিপ সিদ্দিকের আহ্বান

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৪ জুলাই ২০১৭, ২২:১৪আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২২:১৫

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আবাসিক ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে হাউস অব কমন্সে এক বিতর্কে অংশ নিয়ে এই আহ্বান জানান।

টিউলিপ সিদ্দিক

হ্যাম্পস্টেড ও কিলবুর্ন এলাকার এমপি  টিউলিপ সিদ্দিক বলেন, আমার সংসদীয় আসনে ক্যামডেন কাউন্সিল ভবনগুলোর অগ্নি নিরাপত্তার পরীক্ষা চালিয়েছে। চালকোট এস্টেট থেকে ৩ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিল নিজেদের তহবিলের অর্থ ব্যয় করে এসব ভবনে মানুষদের ফিরিয়ে আনার চেষ্টা করছে।

দুই সপ্তাহ আগে উত্তর লন্ডনের চালকোটস এস্টেটের বিভিন্ন ভবন থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়। অগ্নি নিরাপত্তাকর্মীদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়। চলতি সপ্তাহে ধাপে ধাপে এসব ভবনে বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হচ্ছে। এই মাসের শেষের দিকে সব বাসিন্দাদের ফিরিয়ে আনা সম্ভব হবে। ভবনে বাসিন্দাদের উপস্থিতিতেই কিছু কাজ সম্পন্ন করা হবে।

পার্লামেন্টে ভাষণের সময় টিউলিপ প্রশ্ন তোলেন, অন্য এমপিরা স্থানীয় কাউন্সিলের এই অতিরিক্ত ব্যয় বহন সম্পর্কে অবগত আছেন কিনা। টিউলিপ মনে করেন, ক্যামডেনের মতো কাউন্সিলগুলোকে সরকারের আর্থিক সহযোগিতা দেওয়া উচিত।

কমিউনিটি ও স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী অলোক শর্মা জানান, গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে অর্থের বরাদ্দ দেওয়া হবে না।

গত মাসে লন্ডনে এই অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জন নিহত ও শতাধিক মানুষ গৃহহারা হয়েছেন।

অলোক শর্মা বলেন, তহবিল বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমি জানাতে পারি এ পর্যন্ত ১২০টি পরিবারের প্রতিটিকে প্রায় ৫ হাজার পাউন্ড করে দেওয়া হয়েছে। অনেককেই নগদ ৫০০ পাউন্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে এর মধ্যেই প্রায় ৪০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিভাগের এক মুখপাত্র বলেন, সামাজিক আবাসনের যেখানে কাজ করা প্রয়োজন সেখানে তা করা হবে। অর্থের জন্য যেন এসব কাজ আটকে না যায়, তা আমরা নিশ্চিত করব।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে