X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড: কর্পোরেট হত্যাকাণ্ডের অভিযোগ বিবেচনা করছে পুলিশ

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৭:০৫আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:০৫

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড: কর্পোরেট হত্যাকাণ্ডের অভিযোগ বিবেচনা করছে পুলিশ লন্ডনের ভয়াবহ গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের বিষয়টি কর্পোরেট হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা দাবি করেছেন, এমন অভিযোগ আনার মতো প্রমাণ রয়েছে তাদের কাছে। ফলে সিটি কাউন্সিল ও ভবন কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

শুক্রবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে কর্পোরেট হত্যাকাণ্ডের অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারীরা অনেকের সঙ্গে কথা বলেছেন ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ চেলসি ও কেনিংস্টোনের রয়্যাল বরো ও চেলসি টেনাসি ম্যানেজমেন্টকে সবকিছু জানিয়েছে। সংশ্লিষ্ট প্রত্যেকটি সংগঠন কর্পোরেট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ২০০৭ সালের কর্পোরেট হোমিসাইড আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

বৃহস্পতিবার আরেকটি বিবৃতিতে পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে আরও সময় লাগবে।

নতুন কাউন্সিল নেতা এলিজাবেথ ক্যাম্পবেল অগ্নিকাণ্ডের কারণ জানতে পুলিশের জবাবের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মেট্রপলিটন পুলিশের তদন্তে পূর্ণ সমর্থন জানাই। আগে থেকে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

উল্লেখ্য, ১৪ জুন নর্থ কেনিংস্টনে গ্রেনফেল টাওয়ারে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনাটি কর্পোরেট হত্যাকাণ্ড হয়ে থাকলে দায়ী ব্যক্তিরা বিভিন্ন অংকের জরিমানার সম্মুখীন হতে পারেন। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে হয়ত অভিযোগ আনা সম্ভব নাও হতে পারে। সূত্র: বিবিসি।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত