ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক আগের মতোই শক্তিশালী আছে। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
বিবিসি টেলিভিশনকে থেরেসা মে বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিশেষ সম্পর্ক আগের মতোই শক্তিশালী আছে।
থেরেসা জানান, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া, উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে আলোচনা করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি তার (ট্রাম্প) সঙ্গে পররাষ্ট্রনীতির সবগুলো দিক নিয়ে আলোচনা করবো যেগুলোতে আমরা প্রতিবন্ধকতার মুখে রয়েছি এবং এক সঙ্গে কাজ করছি। সূত্র: রয়টার্স।