X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আগাম নির্বাচনে ব্রিটিশ এমপিদের সম্মতি

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ০২:৩৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৯:২৯

ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাবিত আগাম নির্বাচনের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির আইণপ্রণেতারা। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে প্রস্তাবটি পাস হয় ৪৩৮-২০ ভোটের ব্যবধানে। এর মধ্য দিয়ে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পথ খুলে গেলো। ১৯২৩ সালের পর ডিসেম্বরে এটিই হবে প্রথম নির্বাচন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আগাম নির্বাচনে ব্রিটিশ এমপিদের সম্মতি

দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন পায়নি। পার্লামেন্ট প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনার পক্ষে অবস্থান নিলেও জনসনের পক্ষ থেকে আলোচনা তিন দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়ার যে প্রস্তাব তোলা হয়,তা ৩২২-২০৮ ভোটে নাকচ হয়ে যায়। ফলে জনসনকে তাকিয়ে থাকতে হয় ইইউর পরবর্তী পদক্ষেপের দিকে। সোমবার ইইউ-এর পক্ষ থেকে ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সূচি ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রস্তাবে সোমবার আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান বরিস জনসন। এর আগে কয়েকবার পার্লামেন্টে  আগাম নির্বাচনের প্রস্তাব উত্থাপন করলে আইন প্রণেতারা তা প্রত্যাখ্যান করেন। অবশেষে মঙ্গলবার ব্রিটিশ এমপিরা এই প্রস্তাবে সম্মতি দিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রস্তাবটিকে হাউস অব লর্ডসে অনুমোদিত হবে। আগামী সপ্তাহের শেষের দিকে প্রস্তাবটি আইনে পরিণত হতে পারে। যদি এমনটি ঘটে তাহলে ভোটের দিনের আগ পর্যন্ত পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা হবে।

পার্লামেন্টে ভোটের আগে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন আগাম নির্বাচনের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছিলেন।  করবিন বলেন, আমি বরাবরই বলে এসেছি যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমাদের সমর্থনের বিষয়ই ছিলো চুক্তিহীন ব্রেক্সিটকে আলোচনার বাইরে রাখা। তিনি বলেন, আমরা এখন সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও আমাদের দেশের এখন পর্যন্ত দেখা সবচেয়ে সত্যিকার পরিবর্তনের জন্য মৌলিক প্রচারণা চালাব।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলে আসছেন, ব্রেক্সিট ও দেশের ভবিষ্যতের বিষয়ে জনগণকে তাদের মত জানানোর সুযোগ রাখা উচিত।  তার আশা, নতুন নির্বাচনের মধ্যদিয়ে ব্রেক্সিট চুক্তি ও পার্লামেন্টের চলমান অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য জনগণের শক্তিশালী মেন্ডেট পাবেন। 

/এএ/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে