X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এই বছরে দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুশূন্য লন্ডন

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ২১:২৯আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:২৯
image

২৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন প্রত্যক্ষ করেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী গত ২৮ মার্চ করোনাভাইরাস জনিত কারণে কোনও মৃত্যু হয়নি। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এমন একটি দিন প্রত্যক্ষ করে লন্ডনের বাসিন্দারা। তবে এখনই খুব বেশি আশাবাদী না হয়ে টিকাদান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার এক চিকিৎসক। সম্প্রচারমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লন্ডনে করোনাসংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গত বছরের এপ্রিলে। ওই সময়ে শহরটিতে প্রতিদিন গড়ে প্রায় ২৩০ জন করোনা রোগীর মৃত্যু হতো। গত সপ্তাহে করোনা সংক্রান্ত মৃত্যুর পরিমাণ ১৪ জনে নেমে আসে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিলো ২৪ জন।

এক চিকিৎসক স্কাই নিউজকে বলেছেন, ‘লন্ডনে শুন্য মৃত্যু একটা বড় পদক্ষেপ, কিন্তু এটা কেবলই একটা পদক্ষেপ। আমাদের টিকাদান চালিয়ে যেতে হবে।’ আরেক জুনিয়র চিকিৎসকও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ‘আমরা নিজেদের মিথ্যা করে আশ্বস্ত করতে পারি না, গত শরতেও আমরা এই পরিস্থিতিতে ছিলাম কিন্তু শীতে আক্রান্তের হার ও মৃত্যু বেড়ে যায়। টিকা হাসপাতালে ভর্তি ঠেকাচ্ছে আর এতে ইতিবাচক প্রভাব পড়ছে।’

গত বছর করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের কেন্দ্রস্থল ছিলো লন্ডন। যুক্তরাজ্যে মোট মৃতের ১২ শতাংশই লন্ডনে নথিভুক্ত হয়। লন্ডনে মোট ১৫ হাজার ৪১৩ জন করোনা সংক্রমিত হওয়ার পর মৃত্যু হয়েছে। কেবলমাত্র দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমেই এর চেয়ে বেশি মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লন্ডনে সাত লাখ আট হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর এই বছরের শুরুতে আবারও নতুন করে লন্ডনে আক্রান্ত বাড়তে থাকে। তবে এখন মৃত্যু শুন্য হয়ে পড়ায় আশাবাদী হয়ে উঠছেন লন্ডনবাসী।

/জেজে/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ