X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে স্টিভ ব্যাননকে অপসারণ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ১০:২০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

ডোনাল্ড ট্রাম্প ও স্টিভ ব্যানন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাননকে অপসারণের বিষয়ে বুধবার প্রেসিডেন্টের কোনও নির্বাহী আদেশ দেওয়া হয়নি। নিয়মিত নথিভূক্তিতেই বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারি এনএসসি-তে ব্যাননকে নিয়োগ দেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু হয়েছিল। প্রধান কৌশলবিদের পদে ব্যাননকে নিয়োগ দেওয়ার কারণে রাজনৈতিক পক্ষপাতিত্বের আশঙ্কা ছিল বলে দাবি করে আসছিলেন সমালোচকরা। ব্যাননকে সমালোচকরা একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও ডানপন্থি বর্ণবিদ্বেষী বলে আখ্যায়িত করেন। তিনি বিতর্কিত মার্কিন ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্টের প্রধান ছিলেন।

হোয়াইট হাউসের এক উপদেষ্ঠা জানিয়েছেন,  এটা ব্যাননের জন্য পদাবনতি নয়। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ওপর নজর রাখার জন্যই ব্যাননকে এনএসসিতে নিয়োগ দেওয়া হয়েছিল। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে চাপের মুখে ফেব্রুয়ারিতে ওই পদ ছাড়তে বাধ্য হন ফ্লিন।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে প্রধানত এনএসসি থেকেই পরামর্শ পেয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট।
স্টিভ ব্যানন-এর  পুরো নাম স্টিফেন কেভিন স্টিভ ব্যানন। ট্রাম্পের মুখ্য নীতিনির্ধারকের দায়িত্ব পাওয়া এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান। সংবাদমাধ্যমটি প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে। ৬২ বছর বয়সী ব্যানন ২০১২ সালে ব্রাইটবার্টের দায়িত্ব নেন। এর আগে সাবেক এই নৌ কর্মকর্তা ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং হলিউডে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, নতুন প্রশাসনের এজেন্ডা এগিয়ে নিতে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা