X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
বেবি পাউডার মামলা

জনসন অ্যান্ড জনসনকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ২০:১৬আপডেট : ০৫ মে ২০১৭, ২০:২৬

জনসন অ্যান্ড জনসনকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক জুরি বোর্ড জরায়ুর ক্যান্সারে আক্রান্ত এক নারীকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে প্রসাধন সামগ্রী উৎপাদনকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছেন। জনসনের বেবি পাউডার ও কয়েকটি সামগ্রী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকির বিষয় সম্পর্কে সতর্ক না করায় এই জরিমানা করেছে আদালত। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

২০১২ সালে ভার্জিনিয়ার ৬২ বছরের নারী লইস স্লেম্প জরায়ুর ক্যান্সারে আক্রান্ত বলে রোগ নির্ণয়ে ধরা পড়ে। এরপর তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, বেবি পাউডার ও গোসলের বিভিন্ন প্রসাধন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কথা গোপন করেছে জনসন অ্যান্ড জনসন।

তিন সপ্তাহ স্বাক্ষ্যগ্রহণ শেষে ১২ সদস্যের জুরি বোর্ড ১০ ঘণ্টা নিজেদের মধ্যে আলোচনার পর জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই রায় দেন।

এই রায়ের ফলে জনসনের টেলকম পাউডার আরও সংকটে পড়ল। এর আগেও একই ধরনের বেশ কয়েকটি মামলায় জরিমানার মুখে পড়েছে কোম্পানিটি। এর মধ্যে তিনটি মামলায় ৭২, ৭০ ও ৫৫ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় কোম্পানিটিকে। এছাড়া দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।

স্লেম্প-এর আইনজীবী টেড মিয়াডোজ বলেন, মানুষকে তারা (জেঅ্যান্ডজে) মুনাফার হাতিয়ার বানাতে চায়। এ জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে ভুয়া বৈজ্ঞানিক তথ্য হাজির করে এবং নজরদারী এড়িয়ে যায়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, জনসন বেবি পাউডার ব্যবহার যে নিরাপদ তার জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আমরা নতুন করে বিচারের প্রস্তুতি নিচ্ছি। সূত্র: ইউএসএ টুডে।

/এএ/

সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম