X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এবার ১৭ দিনের ছুটি নিয়ে বিতর্কে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:০১

এবার ১৭ দিনের ছুটি নিয়ে বিতর্কে ট্রাম্প ওয়াশিংটন ডিসির অনেক মানুষের মতোই আগস্টের উত্তাপ এড়াতে ছুটি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে ব্যক্তিগত গলফ ক্লাবে ১৭দিন সময় কাটাবেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের এই ছুটিকে কাজের ছুটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে নিজেকে অক্লান্ত শ্রমিক হিসেবে দাবি করা ট্রাম্পের প্রায় তিন সপ্তাহের ছুটি নেওয়াতে অনেকেরই চোখ কুঁচকে গেছে।

২০০৪ সালে প্রকাশিত থিংক লাইক এ বিলিওনিয়ার বইয়ে একটি উপদেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ছুটি নিয়েন না। কী দরকার? আপনি যদি নিজের কাজ উপভোগ করতে পারেন না, তাহলে আপনি ভুল পেশায় রয়েছেন।’

ট্রাম্পের এই ছুটির সঙ্গে হোয়াইট হাউসের মেরামতের কাজও কিছু মাত্রায় সংশ্লিষ্ট। ২৭ বছরের পুরনো শীতাতপ নিয়ন্ত্রণ ও ভেন্টিলেশন ব্যবস্থা আধুনিক করার কাজে ওয়েস্ট উইংয়ের সব কর্মীদের আগস্ট মাস ছুটিতে থাকতে হবে। এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের নারী মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স। তিনি জানিয়েছেন, ন্যাশনাল মলসহ আরও বেশ কিছু মেরামতের কাজ চলবে এই সময়ে।

ছুটি কাটাতে গিয়ে ট্রাম্পের বিতর্কের মুখে পড়ার অন্যতম কারণ হচ্ছে এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছুটি কাটানোর সমালোচনা করেছিলেন। সমালোচকরা বলছেন ওবামার ছুটির তুলনায় ট্রাম্প দ্বিগুন সময় ছুটি কাটাবেন।

প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ওবামা আট দিন ছুটি কাটিয়েছিলেন। ওই সময় ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, আমি আপনাদের জন্য কাজ করব। আমার গলফ খেলার সময় থাকবে না।

২০০৯ সালের আগস্টে মার্থার ভাইনইয়ার্ডে ছুটি কাটানোর আগে ওবামা আরও দুটি ছুটি কাটিয়েছিলেন, যে ছুটির সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে বলে দাবি ছিল প্রশাসনের। একটি ছিল আরিজোনাতে, অপরটি কলোরাডোতে। এছাড়া ভ্যালেন্টাইন দিবসে শিকাগোতে পরিবার নিয়ে চারদিনের সফরে গিয়েছিলেন ওবামা।

বিপরীতে ট্রাম্প কাজ সংশ্লিষ্ট ১১ দিনের ছুটি নিয়েছেন চলতি মাস পর্যন্ত। ফ্লোরিডার পাম বিচ ও নিউ জার্সিতে এ ছুটি কাটান তিনি। জুনে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে সাপ্তাহিক ছুটিও কাটিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এই ছুটি নিয়ে নিউ জার্সির অনেক বাসিন্দাই খুশি নন। প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে বেশ কিছুটা ধকল পোহাতে হবে। ২০ আগস্ট পর্যন্ত স্থানীয় বিমানবন্দর বন্ধ করা হয়েছে। চলতে পারবে না ১১০টি বেসরকারি বিমান। বন্ধ রাখা হয়েছে ৬০ বিমান প্রশিক্ষণ স্কুল।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের অবস্থানের সময়ে ইনফ্রারেড ক্যামেরাযুক্ত অজ্ঞাত ড্রোন ব্যবহার করা হবে। প্রেসিডেন্টের মোটরবহরের জন্য কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা