X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়া পরীক্ষা বন্ধ করলে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র: টিলারসন

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ২৩:৩৪আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:৩৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সুযোগ আছে বলে জানিয়ে বলেছেন, পিয়ংইয়ং যদি তাদের চলমান ক্ষেপণাস্ত্র বন্ধ করে তাহলে ওয়াশিংটন বসতে রাজি আছে। সোমবার টিলারসন এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উ. কোরিয়া পরীক্ষা বন্ধ করলে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র: টিলারসন

ফিলিপাইনের ম্যানিলায় একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে সাংবাদিকদের টিলারসন বলেন, যখন শর্তগুলো উপযুক্ত হবে তখন আমরা আলোচনায় বসতে পারি। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে তখন আলোচনা হতে পারে। আলোচনায় বসতে উত্তর কোরিয়া যে প্রস্তুত তা আমাদের জানানোর জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে।

যোগাযোগের অন্যান্য উপায় উত্তর কোরিয়ার সামনে উন্মুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন টিলারসন।

টিলারসনের এই মন্তব্যের  সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে টিলারসনের মন্তব্যের পর নতুন আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে উচিত শিক্ষা দিতে প্রস্তুত পিয়ংইয়ং।

রয়টার্সের খবরে বলা হয়েছে, টিলারসনের এই মন্তব্য হয়ত উত্তর কোরিয়াকে মোকাবিলার আরেকটি উপায়। উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব খাটিয়ে পারমাণবিক অস্ত্র গড়ে তোলা থেকে দেশটিকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র।

টিলারসন জানান, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা আলোচনায় বসার জন্য প্রথম পদক্ষেপ।  এসব পরীক্ষা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ নিষেধাজ্ঞায় রাশিয়া ও চীনের সমর্থন থাকায় তা উত্তর কোরিয়াকে কঠোর বার্তা দেবে।

জুলাই মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে কারণ দেখিয়ে ৫ জুলাই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবে সম্মত হয় নিরাপত্তা পরিষদ। এর মাধ্যমে উ. কোরিয়ায় রফতানি নিষিদ্ধ ও বিনিয়োগ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় যেসব উল্লেখযোগ্য রফতানি রাজস্ব অর্জনকারী পণ্য -কয়লা, লোহা, সীসা এবং সামুদ্রিক খাদ্য।

উ. কোরিয়া দাবি করেছে, নিষেধাজ্ঞার কারণে সরকারের ৩ বিলিয়ন বার্ষিক রফতানির এক তৃতীয়াংশ কমে যাবে। নিষেধাজ্ঞাকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে পিয়ংইয়ং। এর জন্য যুক্তরাষ্ট্রকে ‘এক হাজার গুণ বেশি মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেছে দেশটি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম