X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘সৌদি সংকট’ সমাধানে মধ্যস্থতা করবে ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২২:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:২৯

সৌদি আরবে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে মধ্যস্থতা করবে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থ রক্ষায় কাজ করার জন্য দেশটি ইরানের অস্ত্র ঠেকাতেও কাজ করবে। দ্য ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

সাদ হারিরি ও সৌদি যুবরাজ

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকবি স্যান্ডার্স জানান, সৌদি আরবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা হিজবুল্লাহ ও তার মিত্রদের সহায়তা করছে। এভাবে চললে সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের স্বার্থের ক্ষতি হতে পারে।

এ মাসের শুরুতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সৌদি আরব তাকে বন্দি করে রেখেছে অভিযোগ উঠলে সংকট সৃষ্টি হয়।

এ সময় হারিরিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারুল্লাহ। তিনি বলেন, এর মাধ্যমে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরপর লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ করে সৌদি আরব নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয়।  

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সহায়তা করবে বলে পুনর্ব্যক্ত করেছে। স্যান্ডার্স জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও শরণার্থী সংকট মোকাবিলায় লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি তাদের বিশ্বস্ত অংশীদার। দেশটির নিরাপত্তার ক্ষেত্রে লেবাননের সেনাবাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া আর কারও বৈধতা নেই।

তিনি বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যে ইরানের অন্যান্য মিত্রদের মধ্যে অস্ত্র সরবরাহ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করবে। সৌদি আরবের প্রতিপক্ষ এসব দলের কাছে অস্ত্র সরবরাহের ঘটনায় ট্রাম্প প্রশাসন ও সৌদি আরব উদ্বিগ্ন হয়ে পড়েছে।

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি