X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জুলিয়ান অ্যাসাঞ্জকে দায়মুক্তি দেওয়ার পরামর্শ মার্কিন সিনেটরের!

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ২১:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০০:৩২
image

গোপন মার্কিন নথি ফাঁস করে যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়ে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জকে দায়মুক্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর র‍্যান্ড পল। এই দায়মুক্তির ব্যবস্থা করে দেওয়ার বদলে একটি শর্তের কথাও জানিয়েছেন তিনি। আর তা হলো উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সশরীরে উপস্থিত হয়ে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ডেমোক্র্যাটিক পার্টির ফাঁস হওয়া ইমেইলগুলোর বিষয়ে সাক্ষ্য দিতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে, ফেডারেল আইন কংগ্রেসকে দায়মুক্তির ক্ষমতা দিয়েছে। সংসদের কাছে কেউ সাক্ষ্য দিলে সাক্ষ্যে প্রকাশিত তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট সাক্ষ্যদাতার বিরুদ্ধে কোনও রকম বিচারিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া যায় না। জুলিয়ান অ্যাসাঞ্জ

২০১২ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। তার আশঙ্কা দূতাবাস থেকে বের হলে গোপন নথি ফাঁসের দায়ে যুক্তরাষ্ট্র তাকে প্রত্যর্পণ করতে যুক্তরাজ্যের ওপর চাপ দেবে। আর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তাকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হতে পারে। নথি ফাঁসে জড়িত সাবেক মার্কিন সেনা সদস্য ব্র্যাডলি ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে। তবে আদৌ তার বিচার করা সম্ভব কি না তা নিয়ে আছে প্রশ্ন। মার্কিন কংগ্রসের গবেষক জেনিফার এলিসিয়ার লেখা একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের কোনও প্রত্যর্পণ আইনেই গোয়েন্দাবৃত্তিকে প্রত্যর্পণের যোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।’ বিশ্লেষকরা বলেছেন, গোয়ান্দাবৃত্তির মতো অপরাধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাজা দেওয়ার উদাহরণ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন কাউকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে সাজা দেওয়াটা কঠিন যুক্তরাষ্ট্রের বর্তমান আইনি কাঠামোতে।

সিনেটর র‍্যান্ড পলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি র‍্যান্ড পলকে ট্রাম্পের সমর্থনে জোরালো অবস্থান নিতে দেখা গেছে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি রাশিয়া অস্বীকার করে আসছে। আর রাশিয়ার এই অস্বীকৃতিকে মেনে নেওয়ার অভিযোগে সমালোচনা বেড়েছে ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু র‍্যান্ড পল এ বিষয়ে ট্রাম্পকে সমর্থন যুগিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ট্রাম্পের সুপারিশপত্র নিয়ে রাশিয়া গেছেন সেখানে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে জঙ্গিদমন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পল। বর্তমানে তিনি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক ও স্বরাষ্ট্র বিষয়ক উভয় কমিটির সদস্য।

বুধবার কেন্টাকি থেকে নির্বাচিত সিনেট সদস্য র‍্যান্ড পল ‘গেটওয়ে পণ্ডিত’ নামের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রে এসে সাক্ষ্য দেওয়ার শর্তে জুলিয়ান অ্যাসাঞ্জকে নথি ফাঁসের বিষয়ে দায়মুক্তি দেওয়া যেতে পারে। এটা নিয়ে বিতর্ক হতে পারে, তার ফাঁস করা নথির কারণে আদতে কোনও ক্ষতি হয়েছে কি না। কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ডেমোক্র্যাটদের ইমেইল হ্যাক হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি যেসব তথ্য জানেন সেসব তথ্য সামনে আনা। কিন্তু তা সম্ভব হবে না যদি তাকে দায়মুক্তি দেওয়া না হয়।’ ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করেননি।

/এএমএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা