X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অভিশংসন তদন্তকে ‘কৃষাঙ্গ হত্যা’র সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ০০:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০০:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন তদন্তকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। এক টুইটে ট্রাম্প পুরো তদন্তকে ‘লিচিং’ উল্লেখ করে দাবি করেছেন, অভিশংসন তদন্ত যথাযথ প্রক্রিয়া বা ন্যায্যতা বা কোনও আইনি অধিকার ছাড়াই এ তদন্ত করা হচ্ছে।

অভিশংসন তদন্তকে ‘কৃষাঙ্গ হত্যা’র সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে ট্রাম্প

ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। ‘লিচিং’ শব্দটি যুক্তরাষ্ট্রের বর্ণবাদী ইতিহাসের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে যাচ্ছে। দেশটিতে লিচিং বলতে কৃষ্ণাঙ্গদের গলায় রশি লাগিয়ে বেআইনিভাবে হত্যা করাকে বুঝায়। ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটরা এমন কলঙ্কজনক বর্ণবাদী শব্দটি ব্যবহারের সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি মঙ্গলবার সাংবাদিকদের জানান, ট্রাম্প বর্ণবাদী ইঙ্গিত দেননি। তিনি বলেন, সংবাদমাধ্যমে যেভাবে তাকে তুলে ধরা হচ্ছে তা তুলে ধরতে প্রেসিডেন্ট অনেক শব্দ ব্যবহার করেছেন, সব ধরনের ভাষা ব্যবহার করেছেন। কিন্তু প্রেসিডেন্ট নিজেকে ভয়াবহ ঐতিহাসের সঙ্গে নিজেকে তুলনা করতে চাননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। ওই ফোনালাপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। ওই ফোনকলের অনুলিপিও গোপন করতে চেয়েছিল হোয়াইট হাউস। যদিও শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। ট্রাম্পকে তার পদ থেকে সরাতে তদন্ত শুরু করেছে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। তবে এ ইস্যুতে নিজের বিরুদ্ধে তদন্তের উদ্যোগকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

ট্রাম্প বারবার অভিশংসন তদন্তকে ‘ডাইনি খোঁজা’ বলে সমালোচনা করে আসছেন। তবে এবার পুরো তদন্তকে কৃষ্ণাঙ্গদের হত্যা করার ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলার কারণে তার ওপর ক্ষেপেছেন আফ্রিকান-আমেরিকান আইনপ্রণেতারা। সাউথ ক্যারোলাইনার ডেমোক্র্যাট নেতা জিম ক্লিবার্ন বলেন, এটি এমন একটি শব্দ যা প্রেসিডেন্ট নিজের ক্ষেত্রে হয়ত ব্যবহার করতে চাননি।

ইলিনয়েসের ডেমোক্র্যাট নেতা ববি রাশ লিখেছেন, আপনার সমস্যা কোথায়? আপনি কি জানেন, কত মানুষকে এভাবে হত্যা করা হয়েছে আপনার মতো লোকদের দ্বারা?

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেছেন, সাংবিধানিক এখতিয়ারে অভিশংসন তদন্তকে আমেরিকার কালো অধ্যায়ের সঙ্গে জড়িয়ে ফেলা উচিত হয়নি প্রেসিডেন্টের।

রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্পকে সমর্থন করলেও তার ভাষা পছন্দ করছেন না। ওহাইয়োর জিম জর্ডান বলেছেন, প্রেসিডেন্ট হতাশ এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যে কোন অর্থেই এটি লিচিং।

রিপাবলিকান দলের কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট বলেছেন, আমি অভিশংসন প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করছি কিন্তু আমি লিচিং শব্দটি ব্যবহার করতাম না।

 

/এএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু