X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিএসিএ বাতিলে ট্রাম্পকে আটকে দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১৯ জুন ২০২০, ০০:৪৮আপডেট : ১৯ জুন ২০২০, ০০:৫১

কঠোর অভিবাসননীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ধাক্কা খেয়েছেন। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ওবামা আমলে গৃহীত ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইব্যালস বা ডিএসিএ বাতিল করার বিরুদ্ধে রুল জারি করেছে। এই ডিএসিএ’র আওতায় বৈধ কাগজ-পত্রহীন অভিবাসীদের সন্তানদের যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি দেওয়া হয়েছিল।

ডিএসিএ বাতিলে ট্রাম্পকে আটকে দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত এই নীতির ফলে ২০১২ সাল থেকে কাগজ-পত্রহীন প্রায় ৭ লাখ তরুণ অভিবাসী, যারা শিশু বয়সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন; তারা দেশটিতে বসবাস ও কাজের সুবিধা ভোগ করে পাচ্ছিলেন। তবে ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে এই কর্মসূচি বাতিল করার নির্দেশ দেন। এরপর থেকেই এই সিদ্ধান্ত আদালতে গড়ায়। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো সিদ্ধান্তটি ছিল ‘বিধিবহির্ভূত’ ও ‘খামখেয়ালি’।

সুপ্রিম কোর্টের এই রুলের অর্থ হলো, যেসব অভিবাসী ডিএসিএ-তে নিবন্ধিত রয়েছেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো যাবে না এবং দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের যোগ্য বলে বিবেচিত হবেন।

যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুসারে, ডিএসিএ-এর আওতাভুক্তদের মধ্যে বাংলাদেশের ৪৯০, ভারতের ২ হাজার ৬৪০  ও পাকিস্তানের ১ হাজার ৩৪০ জন রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তবে কাগজ-পত্রহীন দক্ষিণ এশীয় অভিবাসীদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। কারণ কমিউনিটিতে অবৈধ অভিবাসী হিসেবে সমাজে কলঙ্কিত ও পারিবারিক তথ্য প্রদানের ভয়ে ডিএসিএ-তে আবেদনের সংখ্যা কমে যেতে পারে।

ডিএসিএ-এর সুবিধাভোগী তরুণ বাংলাদেশি নাইম ইসলাম সুপ্রিম কোর্টের রায়কে ‘উদযাপনের একটি মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘আমরা যখন জয় উদযাপন করছি একই সময়ে আমরা লড়াই চালিয়ে যেতে আবারও প্রতিজ্ঞা করছি।’

যুক্তরাষ্ট্রে কাগজ-পত্রহীন অভিবাসীদের অধিকারের পক্ষে সংগ্রামরত নিউ ইয়র্কভিত্তিক এই অ্যাক্টিভিস্ট বলেন, ‘একটি বিষয় নিয়ে আতঙ্ক কমে যাওয়াতে আমরা কৃতজ্ঞ।’

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তটি হোয়াইট হাউসের জন্য বড় ধরনের ধাক্কা। কারণ ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসননীতির ভিত্তি হিসেবে ডিএসিএ সুবিধাভোগী বা ড্রিমারদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করাকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছিল।

অবশ্য এটি এখনও স্পষ্ট নয় যে, এই কর্মসূচিতে নতুন আবেদন করা যাবে কিনা। এছাড়া আদালতের এই রুলের ফলে এই কর্মসূচি বাতিল করতে ট্রাম্পের আবার চেষ্টা করা ঠেকানো যাবে না। তবে বিশ্লেষকরা মনে করেন, ৩ নভেম্বরের নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুব কম।

প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তকে রক্ষণশীলদের মুখে ‘শটগান বিস্ফোরণ’ বলে আখ্যায়িত করেছেন। টুইটারে ট্রাম্প লিখেছেন, সুপ্রিম কোর্টের এই ভয়াবহ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তটি রিপাবলিকান ও রক্ষণশীল বলে যারা নিজেদের গর্ব তাদের মুখে শটগান বিস্ফোরণ।

ট্রাম্প আরও লিখেছেন, আমাদের আরও বিচারপতি প্রয়োজন, তা না হলে আমরা আমাদের দ্বিতীয় সংশোধনী ও সবকিছুই হারাব। ট্রাম্পকে ভোট দিন!

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আট বছর আগে এই সপ্তাহে, আমাদের আমেরিকান পরিবার হিসেবে বেড়ে উঠা তরুণদের নিজ দেশে ফেরত পাঠানো থেকে আমরা রক্ষা করেছিলাম।  আজ আমি তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং আমাদের সবার জন্য আনন্দিত। আমরা দেখতে হয়ত ভিন্ন ও বিশ্বের সব জায়গা থেকেই এসেছি কিন্তু আমাদের একই আদর্শের কারণেই আমরা আমেরিকান হয়েছি। 

এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ওবামা। তিনি বলেছেন, ভবিষ্যৎ সংস্কার নির্ভর করছে বাইডেন ও একটি ডেমোক্র্যাটিক কংগ্রেস নির্বাচিত করার ওপর। যা ড্রিমারদের সুরক্ষা দেবে এবং শেষ পর্যন্ত এমন একটি ব্যবস্থা গঠন করবে যাতে সত্যিকার অর্থে অভিবাসীদের জাতির জন্য মূল্যবান করে তুলবে।

 

/এএ/
সম্পর্কিত
তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প
কাতারের সঙ্গে ১.২ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক বিনিময়ের চুক্তি যুক্তরাষ্ট্রের
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
সর্বশেষ খবর
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ