X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এ বছরেই করোনার টিকা পেতে পারে যুক্তরাষ্ট্র, দাবি ফাইজারের

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৭

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার জানিয়েছে, সম্ভাব্য করোনা টিকার চূড়ান্ত পর্বের ট্রায়ালে আশা জাগাচ্ছে। টিকার ডোজের মাত্রাও নির্ধারণ করা হয়ে গেছে। উৎপাদন শুরু হচ্ছে। আশা করা যায় বছর শেষের আগেই কোভিড ভ্যাকসিন চলে আসবে যুক্তরাষ্ট্রে। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এ বছরেই করোনার টিকা পেতে পারে যুক্তরাষ্ট্র, দাবি ফাইজারের

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকা আনার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্ডি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের প্রধান অ্যান্থনি ফৌজিও বলেছিলেন, বছর শেষের আগেই টিকা চলে আসার সম্ভাবনা রয়েছে।

সিবিএস নিউজ-এর ফেস দ্য নেশন নামে একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বোরলা দাবি করেছেন, জার্মান সংস্থা বায়োএনটেকের সহযোগিতায় টিকার সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবককে টিকার ইঞ্জেকশন দিয়ে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আরও বেশি মানুষের ওপরে এখন টিকার ট্রায়াল শুরু হয়েছে। অক্টোবরের মধ্যেই সেফটি ট্রায়ালের রিপোর্ট জমা দেওয়া হবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি কমিটির কাছে। এরপর এফডিএ সায় দিলেই টিকা চলে আসবে দ্রুত।

জার্মান বায়োটেকনোলজি ফার্ম বায়োএনটেক এসই-র সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন বানিয়েছে ফাইজার। সংস্থার ভ্যাকসিন রিসার্চ বিভাগের প্রধান ক্যাথরিন জ্যানসেন বলেছেন, আরএনএ টেকনোলজিতে এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। এই আরএনএ ভ্যাকসিন দেহকোষকে ভাইরাল প্রোটিন তৈরিতে বাধ্য করে, যাতে তার প্রতিরোধী অ্যান্টিবডি শরীরেই তৈরি হয়ে যায়। 

এই গবেষণার নেতৃত্বে রয়েছেন জার্মানির বায়োএনটেকের অধ্যাপক উগার সাহিন। তিনি জানিয়েছেন, এই আরএনএ ভ্যাকসিন মানুষের শরীরে ‘মেমরি বি সেল’ তৈরি করবে, যা থেকে দেহকোষে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি বেসড ইমিউন রেসপন্স বা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স তৈরি করবে এই ভ্যাকসিন। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

তৃতীয় ও চূড়ান্ত পর্বে ৩০ হাজার জনকে টিকা দেওয়া শুরু করেছিল ফাইজার। সিইও বোরলা জানিয়েছেন, টিকার সুরক্ষা সার্বিক পর্যায়ে নিশ্চিত করার জন্য এখন ৪৪ হাজার জনকে ইঞ্জেকশন দিয়ে তার প্রভাব লক্ষ করা হবে। এই পর্বে ১৬ বছরের কম বয়সীদেরও টিকা দেওয়া হবে। পাশাপাশি, এইডস রোগী, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি রোগীদেরও টিকার ডোজ দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে।

ফাইজার কর্মকর্তার আশা, অক্টোবরে এই টিকার কার্যকারিতার ৬০ শতাংশ জানার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মধ্যে টিকা সংক্রান্ত যে পরিমাণ তথ্য তাদের হাতে আসবে তা দিয়ে কার্যকারিতার বিষয়টি জানা যাবে।

তবে শতভাগ নিশ্চয়তা দেননি বোরলা। সতর্কতা বজায় রেখে তিনি বলেছেন, এটি যে কাজ করবেই, তা বলছি না। তবে যদি সফলভাবে কাজ করে আমরা তা জানাবো। তবে অক্টোবরের পরও ফেজ-থ্রি ট্রায়াল চালানো হবে বলে জানানো হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা