X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘টিকা গ্রহীতার চেয়ে করোনা আক্রান্তদের মিয়োকার্ডিটিসের ঝুঁকি বেশি’

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:২৯

ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা নেওয়ার পর হৃৎপিণ্ডের পেশিতে প্রদাহ বা মিয়োকার্ডিটিসের ঝুঁকি বাড়ে বলে ইসরায়েলের একটি গবেষণায় দাবি করা হয়েছে। এই পাশ্বপ্রতিক্রিয়া খুব বিরল। তবে আরেকটি বড় ধরনের গবেষণায় বুধবার বিজ্ঞানীরা জানিয়েছেন, টিকা নেওয়ার চেয়ে করোনায় আক্রান্ত হলে মিয়োকার্ডিটিসের ঝুঁকি বেশি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

১৬ বছরের বেশি বয়সের ২০ লাখ মানুষের ইলেক্ট্রনিক স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে এই গবেষণা পরিচালনা করা হয়েছে। এতে টিকা নেওয়া এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাস্তবিক বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

বোস্টন চিলড্রেন’স হসপিটাল কম্পিউটেশনাল হেলথ ইনফরম্যাটিক্স প্রোগ্রামের প্রেডিক্টিভ মেডিসিন গ্রুপের পরিচালক ও গবেষণাটির কো-অথর বেন রেইস বলেন, করোনাভাইরাস খুব বিপজ্জনক। মানুষের দেহের জন্য বিভিন্নভাবে এটি বিপজ্জনক।

তিনি আরও বলেন, এই বিরল মিয়োকার্ডিটিস পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য কেউ যদি টিকা নিতে সংশয়ে থাকেন, তাহলে এই গবেষণায় দেখা গেছে টিকা না নিলে এবং আক্রান্ত হলেই বরং তিনি বেশি ঝুঁকিতে রয়েছেন।

গবেষণায় দেখা গেছে, মিয়োকার্ডিটিস বিরল হলেও টিকা না নেওয়াদের তুলনায় টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি। প্রতি ১ লাখে টিকা গ্রহণকারীদের মধ্যে ২.৭ জন বেশি এতে আক্রান্ত হয়েছেন। কিন্তু যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ঝুঁকি বেশি।  আক্রান্ত না হওয়াদের তুলনায় প্রতি ১ লাখে অতিরিক্ত ১১ জনের মিয়োকার্ডিটিস পাওয়া গেছে।

পিটবুর্গের ইউপিএমসি চিলড্রেন’স হসপিটালে হৃৎপিণ্ডের প্রদাহ বিশেষজ্ঞ ড. ব্রায়ান ফেইনগোল্ড বলেন, এই গবেষণায় টিকা নেওয়ার ঝুঁকি ও উপকারের বিস্তৃত পর্যালোচনা উঠে এসেছে। টিকা নেওয়া সংশ্লিষ্ট ঝুঁকির তুলনায় করোনায় আক্রান্ত হওয়াতে ঝুঁকি বেশি।

মিয়োকার্ডিটিস ছাড়াও করোনায় আক্রান্ত হলে হার্ট অ্যাটাক, অনিয়মিত হৃৎস্পন্দন, ফুসফুস বা পায়ে রক্ত জমাট বাঁধা, কিডনি জটিলতা ও মাথায় রক্তক্ষরণে ঝুঁকি বাড়ে।

/এএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ