X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সালমান রুশদির ঘাড়ে ছুরিকাঘাত: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ২২:৫০আপডেট : ১২ আগস্ট ২০২২, ২৩:০৫

লেখক সালমান রুশদির ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক অনুষ্ঠান মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত এই লেখকের ওপর হামলা হয়। হামলার পর তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

বুকার পুরস্কার জয়ী এই লেখক চাওটাওকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলছিলেন। এক পুরুষকে দৌড়ে মঞ্চে উঠে রুশদিকে ঘুষি কিংবা ছুরিকাঘাত করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, হামলার পরই দ্রুত মঞ্চের দিকে ছুটতে শুরু করেন অনুষ্ঠিত উপস্থিত অনেকেই। হামলাকারীকে আটকে রাখা হয়।

পরে নিউ ইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ’১২ আগস্ট বেলা ১১টার দিকে এক পুরুষ সন্দেহভাজন দৌড়ে মঞ্চে উঠে সালমান রুশদি এবং এক সাক্ষাৎকার গ্রহীতার ওপর হামলা চালায়। রুশদির ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে, তাকে হেলিকপ্টারে করে ওই এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও জানা যায়নি। সাক্ষাৎকার গ্রহীতা মাথায় ছোটখাটো আঘাত পেয়েছেন’।

ঘটনার পর ওই পুরুষ সন্দেহভাজনকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম বাফেলো নিউজের প্রতিবেদক মার্ক সোমার জানান, দর্শক সারি থেকে উঠে এসে কালো মাস্ক পরা হামলাকারী লাফ দিয়ে মঞ্চে ওঠে এবং রুশদির ওপর হামলা চালাতে শুরু করে।

এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে উপস্থিত দশ থেকে ১৫ জন রুশদির সহায়তায় এগিয়ে আসেন এবং হামলাকারীকে আটকে রাখেন। প্রায় পাঁচ মিনিট মাটিতে পড়ে ছিলেন রুশদি। পরে তাকে হাঁটিয়ে মঞ্চ থেকে নামানো হয়। এরও পরে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: সালমান রুশদির ওপর হামলা

প্রতিবেদক মার্ক সোমার জানান সালমান রুশদি প্রায়ই ব্যাপক নিরাপত্তা সঙ্গে নিয়ে সফর করে থাকেন। তিনি বলেন, ‘তার সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা কর্মী ছিল না এটা বিশ্বাস করা কঠিন। দৃশ্যত আক্ষরিকভাবে প্রোগ্রাম শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এই আক্রমণকারী মঞ্চে ছুটে যায়’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?