X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেলেনস্কিকে ‘বর্ষসেরা ব্যক্তি’ বললেন বাইডেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২, ০২:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৮:২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে বাইডেন তাকে ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। এসময় চলতি মাসে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ইউক্রেন প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি।

এর আগে জেলেনস্কি হোয়াইট হাউজে পৌঁছালে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান। এসময় বাইডেন জেলেনস্কিকে বলেন, ইউক্রেনে ‘শান্তি’ ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেন যা করছে তা বিশ্বকে অনুপ্রাণিত করেছে।

জবাবে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’। তিনি বাইডেনকে ইউক্রেনের জন্য ‘বড় সমর্থনের’ জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন। 

যুক্তরাষ্ট্রে আসতে পারা নিজের জন্য ‘বড় সম্মান’-এর বলেও উল্লেখ করেন জেলেনস্কি। এসময় তিনি প্রেসিডেন্ট বাইডেনকে একটি সামরিক মেডেল হস্তান্তর করেন। তিনি জানান, ইউক্রেনের একজন ক্যাপ্টেন তার নিজের এই মেডেল মার্কিন প্রেসিডেন্ট দেওয়ার জন্য তাকে দিয়েছেন। এসময় বাইডেনকে একজন ‘সাহসী প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন জেলেনস্কি।

জেলেনস্কিকে ‘বর্ষসেরা ব্যক্তি’ বললেন বাইডেন

জবাবে জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে সেই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন। সেই সঙ্গে তার জন্য উপহার পাঠানোর কথাও জানান তিনি।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রেসিডেন্টের একটি যৌথ প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। স্থানীয় সময় সোয়া ৬টার দিকে জেলেনস্কি ক্যাপিটল হিলে পৌঁছাবেন। সাড়ে ৭টার দিকে তার কংগ্রেসে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে ওয়াশিংটন পৌঁছান জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনে রাশিয়া হামলার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/ইউএস/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!