X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৪:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১:০৩

রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ এপ্রিল) এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান নিশ্চিত করেছেন যে ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। ভবিষ্যতে আরও পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া ৩০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের অংশ এই অস্ত্রগুলো। চলতি মাসেই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছায়। এরইমধ্যে এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছেও ইউক্রেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনাকে লক্ষ্য করে অন্তত একবার হলেও এ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত ১৭ এপ্রিল ক্রিমিয়ার ঝানকোইতে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার সময় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন বাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ওই এলাকার দখল নিয়েছিল রাশিয়া।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাতে অধিকৃত বন্দর শহর বারডিয়ানস্কে রুশ সেনাদের ওপর হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের (এটিএসিএমএস) এ ক্ষেপণাস্ত্রগুলো অন্তত ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগেও ইউক্রেনের জন্য মধ্যমপাল্লার এটিএসিএমএস  পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবারের পাঠানো অস্ত্রগুলো এটিএসিএমএসের রেঞ্জের প্রায় দ্বিগুণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ইউক্রেনকে গোপনে সবুজ সংকেত দেন বাইডেন। এখন ইউক্রেনের জন্য নতুন করে ৬ হাজার ১০০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন বাইডেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হয়েছে। তবে ইউক্রেনের অভিযান সংক্রান্ত নিরাপত্তা বজায় রাখার স্বার্থে তাদের অনুরোধে এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

এছাড়া ঠিক কত অস্ত্র ইউক্রেনের জন্য পাঠানো হয়েছে তাও স্পষ্ট নয়। তবে মার্কিন সহায়তা প্যাকেজ পাওয়ার পর চরম অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিতর্ক ও সন্দেহে কাটানো অর্ধেক বছরের ক্ষয়ক্ষতি পূরণ করতে আমরা এখন অনেক কিছুই করতে পারবো।

/এস/এমওএফ/
সম্পর্কিত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি