X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি’র গভর্নর হলেন ডা. আফজাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ০৪:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০৪:০৭

ডা. আফজালুর রহমান বিশ্বে হৃদরোগ চিকিৎসক ও গবেষকদের শীর্ষ সংস্থা হিসেবে পরিচিত আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (এসিসি)’র ইন্টারন্যাশনাল গভর্নর নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির গভর্নর পদে নিযুক্ত হয়েছেন তিনি।
এসিসি বিশ্বব্যাপী হৃদরোগ চিকিৎসাকে নতুন নতুন গবেষণা ও কর্মকৌশলের সমন্বয়ে অগ্রসর করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে উচ্চ পেশাগত জ্ঞানসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞদেরকেও সম্মানসূচক ফেলোশিপ দিয়ে থাকে।

গত ১২ ডিসেম্বর এসিসি বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি ড. ম্যারি ওয়ালশ পতাকা হস্তান্তরের মাধ্যমে গভর্নর হিসেবে ডা. আফজালকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেন।

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি’র গভর্নর হলেন ডা. আফজাল
ডা. আফজালুর রহমান বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের নির্বাচিত প্রেসিডেন্ট এবং বাংলা ইন্টারভেনশন থেরাপিউটিকস-র চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের টিসিটি ২০১৬-এর সহযোগী পরিচালকের  দায়িত্ব পালন করেছেন।
ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং এন্ডোভাসকুলার  মেডিসিনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কার্ডিওভাস্কুলার রিসার্চ টেকনোলজি(সিআরটি) ডা. আফজালকে ‘ইমারজিং ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করে।
এর আগে ২০০৭ ডা. আফজাল ট্রান্স ক্যাথেটার কার্ডিওভাসকুলার থেরাপিউটিকস-এ ‘উইনার অব দ্য গ্রেটেস্ট কেস অ্যাওয়ার্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছিলেন।
বাংলাদেশ থেকে এসিসির ইন্টারন্যাশন্যাল গভর্নর নির্বাচিত করার মধ্যে দিয়ে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা, গবেষণা ও সেবার মান সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে এসিসি’র বিশেষজ্ঞদের পারস্পরিক যোগাযোগ ও সহায়তার এই নতুন মঞ্চ চিকিৎসা ও গবেষণাকে এক নতুন মাত্রায় উন্নীত করতে পারে। এতে বাংলাদেশের রোগীরা সরাসরি উপকৃত হবেন।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ