X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর ৩২৯ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৭, ২২:২২আপডেট : ২১ জুন ২০১৭, ২২:২২

বক্তব্য রাখছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৩২৯ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছর (২০১৬-২০১৭) এর পরিমাণ ছিল ২৭৪ কোটি ৮৫ লাখ টাকা (সংশোধিত)।
ঘোষিত নতুন বাজেটের মধ্যে (৩২৯ কোটি ৬৭ লাখ টাকা) বিএসএমএমইউ হাসপাতালের জন্য ২০৯ কোটি ৬৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ১২০ কোটি ২ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
বাজেটে বেতন ও ভাতাদি বাবদ ২০৫ কোটি ৬ লাখ টাকা, পেনশন বাবদ ১৪ কোটি ৭০ লাখ টাকা, শিক্ষা ও অন্যান্য সাধারণ আনুষাঙ্গিক কাজে ৮১ কোটি ২২ লাখ টাকা, গবেষণায় ৭ কোটি ৯০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি বাবদ ২০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এসব তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেট সভায় ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়।
বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবা সবদিক থেকে সত্যিকার অর্থেই একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯০৪টি রোগীর বিছানা আছে যা আইপিজিএমআর-এর সময় ছিল ৮০০টি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৫০টি বিভাগ ও একটি সেন্টারে কর্মরত আছেন ৪৬০ জন শিক্ষক, অর্ধশত কনসালটেন্ট, ৪৪৬ জন মেডিক্যাল অফিসার, ৫৮ জন গবেষণা সহকারী, ২৮৩ জন কর্মকর্তা, ১ হাজার ১৮৮ জন নার্স ও ব্রাদার এবং ২ হাজার ১৩ জন কর্মচারীসহ মোট জনবল ৪ হাজার ৪৯৮ জন। ৪২টি অধিভুক্ত প্রতিষ্ঠানে ৯২টি উচ্চশিক্ষার কোর্সে ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী মেডিক্যাল শিক্ষায় স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত।

২৪টি বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে প্রতিদিন প্রায় এক হাজার রোগী সেবা নিচ্ছে জানিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘ক্যাজুয়ালিটিসহ জেনারেল ইমার্জেন্সি চালুর কার্যক্রম চলমান রয়েছে। ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে হাজার বেডের একটি অত্যাধুনিক সেন্টার ভিত্তিক সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরির যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘একই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান পয়েন্ট হেলথ চেকআপ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বাস্তবায়নে ১০ কোটি টাকা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল লিখিত বক্তব্যে জানান, ‘৩২৯ কোটি ৬৭ লাখ টাকার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে অনুদান পাওয়া যাবে ২৬২ কোটি ৪৮ লাখ টাকা এবং নিজস্ব আয় থেকে ব্যয়নির্বাহের পরিমাণ ধরা হয়েছে ২৮ কোটি টাকা। ফলে ২০১৭-১৮ অর্থবছরে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩৯ কোটি ১৯ লাখ টাকা। এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাবে।’

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা