X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য একদিনের বেতনের টাকা দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০১:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০১:২১

 

রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য একদিনের বেতনের টাকা সরকারের ত্রাণ তহবিলে দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতি মাসের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তিনি এ দিনটি প্রতিবছরই  সাদামাটাভাবে পালন করতে অভ্যস্ত। তবে এবার এই দিনটিতে তিনি মানবসেবায় নিয়োজিত থাকবেন। বিষয়টি বিবেচনায় নিয়ে ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে আউটডোরে দুই ঘণ্টা সময় বাড়িয়ে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা দেবেন চিকিৎসক ও নার্সরা। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসেবা দিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু থেকেই কাজ করছে। চলতি মাসের ৫ তারিখখের পর কোনও রোহিঙ্গা মা ক্যাম্পে সন্তান প্রসব করেননি। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। এ পর্যন্ত আসা রোহিঙ্গাদের মধ্যে পোলিও আক্রান্ত কোনও শিশু পাওয়া না গেলেও এইচআইভি পজেটিভ (এইডস) আক্রান্ত রোগী পাওয়া গেছে ২ জন। তাদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের মাঝে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ সরবরাহ করা হচ্ছে। 

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ বিষয়ে সব সময় আপডেট থাকতে পরিবার পরিকল্পনা অধিদফতরে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। ওই সেল থেকে সার্বক্ষণিক মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে মনিটরিং ও সমন্বয় করা হচ্ছে।’ তিনি বলেন, ‘রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে টেকনাফ ও উখিয়া স্বাস্থ্য কেন্দ্রকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যা করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।’

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ যদি খেয়ে বেঁচে থাকে, তাহলে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা না খেয়ে থাকবে না।’ 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা