X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল

তাসকিনা ইয়াসমিন
১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৭

এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের নকশা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে তৈরি হতে যাচ্ছে এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল। এখন চলছে এই প্রকল্পের জমি যাচাই। জায়গা চূড়ান্ত হলেই শুরু হবে পরবর্তী কাজ। বুধবার (১৭ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সূত্র জানায়, বিএসএমএমইউ’র উত্তর দিকে ১২ বিঘা জমির ওপর এই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এই বিশেষায়িত হাসপাতালে বিশেষ ব্যবস্থায় বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান ও গবেষণার সুবিধা থাকবে।

সুপার স্পেশালাইজড হাসপাতালে থাকবে লিভার গল ব্লাডার ও প্যানক্রিস সেন্টার, অরগান ট্রান্সপ্লান্ট সেন্টার, ক্যানসার সেন্টার, ম্যাটারনাল ও চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, ডেন্টাল সেন্টার, কার্ডিও ভাসকুলার/নিউরোসার্জারি সেন্টার, এনড্রোক্রানোলজি ডায়াবেটিস সেন্টার, রেসপিরেটরি সেন্টার, জেরিআট্রিক (বয়স্কদের চিকিৎসা) সেন্টার, জয়েন্ট/স্পাইন কর্ড সেন্টার, হার্ট সেন্টার, বার্ন ইনজুরি সেন্টার, হেলথ স্ক্রিনিং সেন্টার, ইমারজেন্সি মেডিক্যাল সেন্টার, এমবুলেটরি সার্জারি সেন্টার ও কিডনি মেশিন সেন্টার (হিমোডায়ালাইসিস সেন্টার)।

ওই সূত্রটি আরও জানিয়েছে, বিশেষায়িত হাসপাতালটি হবে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র। এখানে সব ধরনের গবেষণা উপযোগী আধুনিক যন্ত্রপাতি থাকবে। বর্তমানে যেসব পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যেতে হয় এটি তৈরি হলে দেশেই সেগুলো করা সম্ভব হবে। দেশে উন্নততর চিকিৎসা বিদ্যা নিশ্চিত করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য— চিকিৎসকদের জন্য অত্যাধুনিক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংয়ের ব্যবস্থা এবং বায়োমেডিক্যাল রিসার্চ ও জনগণের জন্য উচ্চমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

হাসপাতালটি চালু হলে বিএসএমএমইউ’র শিক্ষা, চিকিৎসা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বিদেশে গিয়ে রোগীদের চিকিৎসা নেওয়ার প্রবণতা হ্রাস পাবে। সব মিলিয়ে তুলনামূলক সাশ্রয়ী খরচে বা স্বল্পব্যয়ে দেশেই তাদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি একনেক সভায় বিএসএমএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পটি অনুমোদন দেন। এরপর বিএসএমএমইউ’র সঙ্গে ইউলজি ইউনিভার্সিটির একটি সমঝোতা স্বাক্ষর হয়। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ভবনটির নকশা প্রকাশ হয়েছে।

এই হাসপাতাল তৈরির জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে কোরিয়ান এক্সিম ব্যাংক। সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে কোরিয়া সরকারের পক্ষে ব্যাংকটি বাংলাদেশ সরকারকে ১ হাজার কোটি টাকা ঋণ দেবে বলে জানা যায়। শতকরা দশমিক শূন্য ১ শতাংশ হার সুদে ৪০ বছরে তা পরিশোধ করা যাবে। হাসপাতালের আয় ও সরকারের তহবিল থেকে যৌথভাবে এই ঋণ শোধ করতে হবে।

এ প্রসঙ্গে বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই হাসপাতালের জন্য প্রজেক্ট ডিরেক্টর তার স্থাপত্য পরিকল্পনা দেখিয়ে পাস করিয়েছেন। এখন পরামর্শদাতারা জমি যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ডিরেক্টর কাজ করছেন। বাকি কাজগুলো ঋণদাতা ব্যাংকই করবে।’

বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ সংক্রান্ত একটি সভা হবে। সেখানে কার্যক্রমটির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি