X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রক্ত দেওয়া হয়েছে বিরল রোগে আক্রান্ত আব্বাসকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ২০:০৪আপডেট : ০২ মার্চ ২০১৮, ২০:০৬

রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের আব্বাস শেখের রক্তশূন্যতা দূর করার জন্য রক্ত দেওয়া হয়েছে। শুক্রবার আব্বাসের চিকিৎসায় নিয়োজিত সার্জিক্যাল টিম এ তথ্য জানিয়েছে।

বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখ মেডিক্যাল সূত্র জানায়, আজ শুক্রবার ও গত মঙ্গলবার দু’ব্যাগ রক্ত আব্বাসের দেহে সঞ্চালন করা হয়। রক্তশূন্যতা দূর করার জন্য আব্বাসকে আরও দু’ব্যাগ রক্ত পর্যায়ক্রমে দেওয়া হবে।

আব্বাসের চিকিৎসায় গঠিত সার্জিক্যাল টিমের সদস্য ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম রুহুল আমীন বলেন, ‘আব্বাসের শরীরকে স্বাভাবিক করার জন্য রক্ত সঞ্চালন করা হচ্ছে। এর আগে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) আরেক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।’

আব্বাসের চিকিৎসায় গঠিত সার্জিক্যাল টিমের সদস্য অ্যানেসথিশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ খান আব্বাসের রক্ত সঞ্চালনের প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেছেন। গত মঙ্গলবার সকালে তিনি আব্বাসের রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন সার্জারি বিভাগকে। আব্বাসের চিকিৎসায় গঠিত সার্জিক্যাল টিমের সদস্য ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম রুহুল আমীন আব্বাসের রক্তের সন্ধান করলে সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসকরাই তাকে রক্ত দেন।

ইন্টার্ন চিকিৎসক জান্নাত আরা প্রথমে আব্বাসকে রক্ত দেন। শুক্রবার আব্বাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বিতীয় ব্যাগ রক্ত দেন। আব্বাসকে সুস্থ করতে যতব্যাগ রক্ত প্রয়োজন হবে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে দেবে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ নেতা।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। তার বায়োপসি করা হলেও তার রোগ সম্পর্কে এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে