X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ০০:৩৮আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০০:৪৫

 

ডেঙ্গু রোগী (ফাইল ছবি) আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে জুলাইয়ের চেয়ে সেপ্টেম্বরে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন। আগস্ট মাসে ৫২ হাজার ৬৩৬ জন। সেপ্টেম্বর মাসে ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন। তবে গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীর সংখ্যা কমতে শুরু করে। মাস শেষে সেটা সাড়ে তিনশোর নিচে নেমে এসেছে। ঢাকাতে কখনও নেমে এসেছে ১০০ জনের নিচে, যদিও সেটা স্থিতিশীল অবস্থাতে থাকছে না, ওঠানামা করছে। তবে স্বস্তির কথা এই যে, ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমছে।’

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৮ জন, যা ২৯ সেপ্টেম্বর ছিল ৩৪২ জন। আর একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৪৪ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার  ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন আর ঢাকা ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। একইসঙ্গে ছাড়পত্র নেওয়া ৪৪৪ জনের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১৬ জন।

এদিকে, এখনও সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা এক হাজার ৪৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীরর ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫৫ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৯২৬ জন। সারাদেশে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শতকরা ৯৮ শতাংশ।

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৭ হাজার ৯৫৩ জন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৪১ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩১ রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে ৮১ জন্য ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

 

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট